ঢাকা : ব্রাজিল থেকে পচা গম আমদানির বিষয়ে তৈরি হওয়া বিতর্কের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, সরকারের কিছু অসৎ ও দুর্নীতিবাজ লোক ব্রাজিল থেকে পচা গম আমদানি করেছে। এ পচা গমকে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে ভাল গম হিসেবে প্রমাণের অপচেষ্টা চালানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
হামিদুর রহমান বলেন, ব্রাজিল থেকে পচা গম আমদানির ঘটনার সঙ্গে জড়িত অসৎ ও দুর্নীতিবাজ ব্যক্তিরা দেশের ও জনগণের শত্রু। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা অমার্জনীয় অপরাধ করেছেন।
তিনি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্রাজিল থেকে পচা গম আমদানির ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের সনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান