বাংলার খবর২৪.কম চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দর্শনা রেল স্টেশনের প্লাটফর্মসহ স্টেশনের বাউন্ডারি এলাকায় চারটি শক্তিশালী তাজা বোমার বিস্ফোরণ ঘটেছে। বুধবার রাত ৮টা ৩৯ মিনিটে একই সময় এই চারটি বোমার বিস্ফোরণ ঘটনো হয়। বোমাগুলো বিকট শব্দে বিস্ফোরিত হলেও এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি তাজা বোমা উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৮টা ৩৯ মিনিটে দর্শনা প্লাটফর্মের ওপর একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। একই সময়ে স্টেশনের বাউন্ডারি এলাকায় আরো তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। একই সময়ে স্টেশন এলাকায় চারটি বোমা বিস্ফোরণের ঘটনায় প্লাটফর্মের ওপর ট্রেনের জন্য অপেক্ষামান যাত্রীসহ আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নজরুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার পর পরই আতঙ্কে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে নিরাপদ স্থানে চলে যায়।
বোমা বিস্ফোরণের মিনিট দশেক পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছিয়ে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেন। এ সময় একটি তাজা বোমাও উদ্ধার করে পুলিশ।
দর্শনা জিআরপি পুলিশের ইনচার্জ (সহকারী উপ-পরিদর্শক) জসিম উদ্দীন জানান, হয়তো আতঙ্ক সৃষ্টির জন্য এই বোমার বিস্ফোরণ ঘটনা হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোমা বিস্ফোরণকারীদের গ্রেফতারে পুলিশ দর্শনায় চিরুনী অভিযান শুরু করেছে।