বাংলাদেশের বিভিন্ন জেলায় সিনেমা হলগুলোতে ডিজিটালভাবে ছবি প্রর্দশন করা চালু হয়েছে বা হয়নি, সেখানে প্রজেক্টরের মাধ্যমে ছবি দেখানোর ব্যবস্থা করবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)ও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি কর্তৃপক্ষ। এ বিষয়ে রবিবার দুপুরে বিএফডিসির এমডি তপন কুমার ঘোষের সঙ্গে বিএফডিসিতে প্রযোজক সমিতি, শিল্পী সমিতি ও পরিচালক সমিতির নেতাদের সঙ্গে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু, শরীফ উদ্দিন খান দিপু, ইকবাল, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহানসহ আরও অনেকে।তবে খুব শীঘ্রই তথ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয় একটি মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।তথ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয় আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বিএফডিসি কতৃপক্ষ।
এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান বলেন, ‘আমাদের দেশের বিভিন্ন জেলায় যে হলগুলোতে ছবি প্রর্দশনের ব্যবস্থা ভালো নয় সে হলগুলোতে কিভাবে প্রজেক্টরের মাধ্যমে সুন্দরভাবে ছবি প্রদর্শন করা যায় সে বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এছাড়া এখনদর্শক এমনিতেই হলে ছবি দেখতে যায় না। তাই তাদের জন্য ভালো পরিবেশ ও ভালো রেজ্যুলেশনের ছবি যাতে প্রদর্শন করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই আমারা এ ধরনের পদক্ষেপ গ্রহন করতে যাচ্ছি।’
বিএফডিসির বিশেষ সূত্র জানিয়েছে ঢাকার বাহিরের হলগুলোতে একচ্ছত্রভাবে প্রজেক্টরের মাধ্যমে ছবি প্রদর্শনে জাজ মাল্টিমিডিয়ার আধিপত্য বিরাজমান। যার কারণে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির কাজে অনেকটা বাধা হয়ে দাড়িয়েছে এই চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানটি। চলচ্চিত্র পরিচালকরা একরকম বাধ্য হয়েই ছবি প্রদর্শনের জন্য জাজ মাল্টিমিডিয়ার দ্বারস্থ হচ্ছে। এ ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিতেই চলচ্চিত্র প্রযোজক সমিতি ও বিএফডিসি কর্তপক্ষ ও শিল্পী সমিতি মিলে এ ধরনের পদক্ষেপ গ্রহন করতে যাচ্ছে।
বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যাক্তিগত নাম্বারটি বন্ধ পাওয়া যায়। তার প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়, আব্দুল আজিজ বর্তমানে তাদের ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিংয়ে স্কটল্যান্ডে অবস্থান করছেন। তবে বিষয়টি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার মিডিয়া ম্যানেজার লিটন বলেন, ‘এ বিষয়টি জানতাম না। যদি এ ধরনের কোন পদক্ষেপ সরকার গ্রহন করে তাহলে সরকারকে অনেক ধন্যবাদ।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান