সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী প্রতিনিধি ॥
জোয়ার ও টানা বৃষ্টির প্রভাবে কচা ও সন্ধ্যা নদীর পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সোমবার পিরোজপুুরের কাউখালী উপজেলার নদী তীরবর্তী ৫টি ইউনিয়নের নিম্নাঞ্চলের অন্তত ২০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১৫ হাজার মানুষ। জোয়ারের স্রোতের আঘাতে অনেকের ভিটেমাটি সরে যাচ্ছে। এতে বসতঘর পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্লাবিত গ্রামের মধ্যে রয়েছে আমরাজুড়ি, আশোয়া, জব্দকাঠী, কুমিয়ান, সোনাকুর, রঘুনাথপুর, ধাবরী, মেঘপাল, বেকুটিয়া, সুবিদপুর, নিলতী, পাঙ্গাসিয়া, জোলাগাতী, শিয়ালকাঠী, চিরাপাড়া, বিড়ালজুরি, আসপদ্দি, জয়কুল, বৌলকান্দা ইত্যাদি। জানা যায়, জোয়ার ও টানা বৃষ্টির ফলে জেলার খেটে খাওয়া মানুষগুলো চরম বিপাকে পড়েছেন। কাজে নামতে না পেরে অসহায় মানুষ চরম বিপাকে পড়েছেন। উপজেলার হাট বাজারগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। দোকানগুলোতে ক্রেতা শূন্য হয়ে পড়েছে। বেড়েছে জনদুর্ভোগ। সারা দিন হাত-পা গুটিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান