ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির পার্লামেন্ট ভাবনে আত্মঘাতী বোমা হামলা করেছে তালেবানরা।
এসময় পুলিশের গুলিতে ৬ হামলাকারী নিহত হয়েছে বলে ঘোষণা দিয়েছে পুলিশ। এঘটনায় আহত হয়েছে আরো ২১ জন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আফগান তালেবানরা এ হামলা দায় স্বীকার করেছে।
সোমবার সকালে এঘটনা ঘটে।
এঘটনায় পার্লামেন্ট ভবন নড়ে উঠfয় রাজনীতিবিদরা পার্লামেন্ট ভবনের টয়লেটে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এঘটনার পর পরই পার্লামেন্ট ভবন খালি হয়ে য়ায় এবং এখন ধোয়ায় আচ্ছন্ন রয়েছে।
বিস্ফোরণের পর এখানে গোলাগুলির শব্দও পেয়েছে পার্লামেন্টের ভেতর থাকা সাংবাদিকরা।
একজন সাংবাদিক জানান, আমরা দুইটি বিস্ফোরণের শব্দ শুনেছি এবং এটার নিকটে বন্দুকযুদ্ধেরও শব্দ শোনা গেছে। এসময় রাজনীতিবিদরা পার্লামেন্ট ভবনের টয়লেটে আ্শ্রয় নেয় বলেও জানান তিনি।
সূত্র : আল জাজিরা
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান