ডেস্ক: আল জাজিরার সাংবাদিক আহমেদ মনসুরকে বার্লিনের বিমানবন্দর থেকে আটক করেছে জার্মান পুলিশ৷ নির্যাতন মামলায় মিশরে তাঁর ১৫ বছরের কারাদ- হয়েছিলো৷ আহমেদ মনসুরের দাবি, তিনি নির্দোষ এবং তাঁকে আটক করা নিছক নীলনকশার অংশ৷
মিশর ও ব্রিটেনের নাগরিক আহমেদ মনসুরকে বার্লিনের টেগেল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়৷ জার্মান পুলিশ জানিয়েছে, ৫২ বছর বয়সি এই সাংবাদিককে ইন্টারপোল খুঁজছে৷ মিশরে ১৫ বছরের কারাদ-প্রাপ্ত এ সাংবাদিককে ধরার জন্য সে দেশের সরকার ইন্টারপোলের সহায়তা চেয়েছে বলেও জানানো হয়৷ কিন্তুএক ভিডিও বার্তায় আটককৃত সাংবাদিক দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা এবং তিনি আশঙ্কা করেন, মিশর এবং জার্মান সরকারের আঁতাতের কারণেই তাঁকে আটক করা হয়েছে, ইন্টারপোল-এর অনুরোধে নয়৷ আল জাজিরার আরবি ভাষার ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে আহমেদ মনসুর বলেন, ‘‘তদন্তকারীরা জানিয়েছেন, আমাকে ইন্টারপোলের অনুরোধে গ্রেপ্তার করা হয়নি, অনুরোধটা নাকি জার্মান সরকারই করেছিল৷''
সম্প্রতি মিশরের প্রেসিডেন্ট মোহাম্মেদ আব্দেল ফাতাহ আল সিসি-র জার্মানি সফরে তাঁর বিষয়ে দু'দেশের মধ্যে আঁতাত হয়েছে বলে মনে করছেন আহমেদ মনসুর৷ ভিডিওতে জার্মান সরকার এবং ইন্টারপোল যে মিশরের বর্তমান সরকারের সহায়তাকারীর ভূমিকা পালন করছে এ নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। মনসুর বলেছেন,
‘‘যারা অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, যাদের নেতৃত্ব দিচ্ছে সন্ত্রাসী আব্দেল ফাতাহ আল-সিসি, সেই রক্তচোষা সরকারের হাতের পুতুল জার্মান সরকার এবং ইন্টারপোল কীভাবে হতে পারে! দুই দেশের সরকারের মধ্যে যদি সত্যিই কোনো আঁতাত হয়ে থাকে সেটা নিশ্চয়ই খুব লজ্জাজনক৷''
বার্লিনে আহমেদ মনসুরের মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে৷ সমাবেশে অংশগ্রহণকারীরা মনে করেন, আহমেদ মনসুর নির্দোষ৷
২০১১ সালের গণবিক্ষোভের সময় তাহরির স্কয়ারে এক আইনজীবীকে নির্যাতন করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন আহমেদ মনসুর৷ কিন্তু আল জাজিরার এই সাংবাদিককে ১৫ বছরের কারাদ- দিয়েছে মিশরীয় আদালত৷ শনিবার কাতারগামী একটি বিমানে ওঠার আগে টেগেল বিমান বন্দরে তাঁকে গ্রেপ্তার করে জার্মান পুলিশ৷ মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মনসুরকে ফিরিয়ে দেয়ার জন্য ইন্টারপোলের সহায়তা চেয়েছিল তাঁর সরকার৷ মনসুর দেশে ফিরলেই তাঁকে শাস্তির আওতায় নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান