নওগাঁ : নওগাঁর পত্মীতলার আকবরপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা চাঁন মোহাম্মদ ও মতিনের নেতৃত্বে আদিবাসীদের উপর হামলা ও গুলিবর্ষণ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে। এসময় তারা আদিবাসীদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগও করেছে।
নিহতরা হলো মিথুন (১২) ও হাফিজুল ইসলাম (৩৫)।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে পত্মীতলার আকবরপুরে এঘটনা ঘটে।
জানা যায়, পত্মীতলার আওয়ামী লীগ নেতা চান মোহাম্মদ ও মতিনের সঙ্গে ১ একর জমি নিয়ে আদিবাসীদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। জমি সংক্রান্ত এই বিরোধীদের জের ধরে সোমবার সকাল সাড়ে ১০ টায় চান মোহাম্মদ ও মতিনের নেতৃত্বে আদিবাসীদের উপর হামলা চালায় এবং চার রাউন্ড গুলিবর্ষণ করে। এতে শিশুসহ ২ জন নিহত হয়। এসময় তারা আদিবাসীদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগও করে।
পত্মীতলা থানার ওসি আব্দুর রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান