বগুড়া: বাংলাদেশের অন্যতম সেরা ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট ভেন্যু বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে শংকা দেখা দিয়েছে। পুলিশের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে। একাধিকবার রাতের আঁধারের স্টেডিয়ামের ফ্লাডলাইটের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় বারবার অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। এমনকি নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়ে পুলিশ সুপারের নিকট একাধিকবার আবেদন জানানো হলেও স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার করা হয়নি।
জানাগেছে, ২০০৬ সালের ৫ ডিসেম্বরের পর শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আর কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি। ফলে দীর্ঘ প্রায় ৯ বছর কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন না করায় স্টেডিয়ামের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরদারি অনেকটাই কমে গেছে। এই সুযোগে স্টেডিয়ামের অবকাঠামোগত ক্ষতি সাধনে তৎপর হয়ে উঠেছে দুষ্কৃতকারীরা। বিশেষ করে স্টেডিয়ামের চার পাশে স্থাপিত চারটি ফ্লাডলাইটের বিভিন্ন যন্ত্রাংশ রক্ষা করতে পারছেনা কর্তৃৃপক্ষ। একাধিকবার ফ্লাডলাইটের তার চুরির ঘটনা ঘটেছে। এমনকি একাধিকবার তার ও বাল্ব চুরির চেষ্টা করেছে দুষ্কৃতকারীরা। এবিষয়ে স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার সদর থানায় ৩ বার সাধারন ডায়েরি করেছেন। সর্বশেষ চলতি বছরের ২৩ জানুয়ারি সদর থানায় আবারও ডায়েরি করা হয়েছে। এমনকি পুলিশ সুপারের নিকট চার বার লিখিত আবেদন করেও কাজ হয়নি। এখনো প্রায় প্রতিরাতেই ফ্লাডলাইটের তার ও বাল্ব চুরির চেষ্টা করছে দুস্কৃতকারীরা। এবিষয়ে পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলে উল্টো নাইটগার্ডদের গালাগাল করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল কে জানান, পুলিশ ফাঁড়ির দুই শো গজের মধ্যেই বারবার ফ্লাডলাইট চুরির চেষ্টা করছে দুষ্কৃতকারীরা। নিরস্ত্র নাইটগার্ডরা বাধা দিলে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে। এসব বিষয়ে একাধিকবার থানায় সাধারন ডায়েরি করেও কোন সুফল পাওয়া যায়নি।
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিএসআই) সাইদুল আলমকে জানান, স্টেডিয়ামের নিরাপত্তায় পুলিশ সাধ্যমত চেষ্টা করছে। তবে, ফ্লাডলাইটের তার চুরির সাথে জড়িত কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান