চাঁদপুর: ফরিদগঞ্জ ট্রাক্টরের চাপায় করিম সর্দার(৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুজন আহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ধানুয়া খান বাড়ী এলাকায় ঘটেছে। নিহত করিম সর্দারের বাড়ী জেলার হাইমচর উপজেলার চরভৈরবী গ্রামে বলে জানা গেছে। আহত হলেন, স্ত্রী তানিয়া (২৬) ও তার ছোট বোন কাকলী (২৩)। তাদেরকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী আবু তালেব শীর্ষনিউজকে জানান, ফরিদগঞ্জ থেকে চাঁদপুরগামী বালুবাহি ট্রাক্টর চাঁদপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি স্কুটারকে সজোরে ধাক্কা দিলে সিএনজি উল্টে গিয়ে দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই করিম সর্দারের মৃত্যু হয়।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম জানায়, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক হতাহতে ঘটনাটি নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান