সাতক্ষীরা: এলাকার মানুষের কথা রেখেছেন মোস্তাফিজ। তখনও মুস্তাফিজের এক বল বাকি। তারা বলছিল মুস্তাফিজ হয়তো শেষ বলে উইকেট পেতে পারে। খেলা শুরু হওয়া মাত্র তাদের কথা সত্যিই রাখলো মুস্তাফিজ। নিয়ে নিলেন ভারতীয় খেলোয়াড় জাদেজার উইকেট।
সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে বসে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ক্রিকেট ম্যাচ দেখছিল আলি হোসেন, জুয়েল, সোনা, শহিদুল, হাবিবুল্লাহসহ কিছু যুবক ও মাঝবয়সী কয়েকজন ক্রিকেট প্রেমি। বৃষ্টির বাধায় খেলা বন্ধ থাকায় তখন সেই ফাকে চলছিল এসব আলাপচারিতা।
তারা বলছিল, সাতক্ষীরা মুস্তাফিজ এই কী খেলা দেখাচ্ছে! ভারতের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় মাচেও ছয় উইকেট নিয়ে সে যেন তার নাম ইতিহাসে স্বর্ণ অক্ষরে নিজের নাম লিখালেন সাতক্ষীরার কৃতি সন্তান মুস্তাফিজুর রহমান। সত্যি অসাধারণ বল করছে মুস্তাফিজ। গত ম্যচে ধোনির ধাক্কার প্রতিশোধও নিলেন মুস্তাফিজ। এটি বলছি সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানের খন্ডচিত্র মাত্র।
গতকালের ম্যাচে মুস্তাফিজের ছয় উইকেট পাওয়ায় আনন্দে ভাসছে গোটা জেলাবাসী। খেলা শেষ হওয়ার আগেই অনেক জায়গায় আনন্দ মিছিল বের করেছে মুস্তাফিজের ভক্তরা। অভিষেক ম্যাচে ৫ উইকেটে নেওয়ার পর পরেই ম্যাচে ছয় উইকেট নেওয়া দ্বিতীয় ও দশম বোলার এই সাতক্ষীরা এক্সপ্রেস। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৫০ রানে ৫ উইকেট নেবার পর এবার ৪৩ রানে ৬ উইকেট তুলে নেন।
তার এই বিশ্বরেকর্ড ঘিরে তার গ্রামের ক্রিকেটার বাড়ি সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেতুলিয়া গ্রামে বইছে বাঁধভাঙ্গা আনন্দ। বাড়িতে ভিড় জমাচ্ছে নানা শ্রেণির মানুষ। তার বাবা-মাকে অভিনন্দন জানাচ্ছেন। মুস্তাফিজের এই অর্জনে বিভিন্ন স্থানে চলছে মিষ্টি বিতরণ।
বাঁহাতি পেসার, ইন সুয়িং এবং অফ কাটার দিয়ে ১ম ম্যাচের মত ২য় ওডিআই ম্যাচেও ভারতের বাঘা বাঘা নাজেহাল করে দিলেন এক তরুণ বোলার। বড় পর্দায় খেলা দেখতে তেঁতুলিয়া ফুটবল মাঠে প্যান্ডেল সাজানো হয়েছে। এ ছাড়া বাজারের দোকানে দোকানে খেলা দেখা নিয়ে সর্বত্র যেন চলছে উৎসব। মোস্তাফিজের ক্রিকেট গুরু আলতাফ হোসেন ও মুফাস্সিনুল ইসলাম তপু জানালেন তাদের ছাত্রের এই অর্জনে তাদের অনুভূতির কথা। পাঁচউইকেট পাওয়া প্রত্যেক খেলোয়াড়ের জন্য সত্যি ভাগ্যের ব্যাপার। তার এই অর্জনে কোচ হিসেবে গর্বিত এবং আনন্দিত। মুস্তাফিজের বড় ভাই মোখলেসুর রহমান জানান, আমার ভাইয়ের এই অর্জনে আমরা ব্যাপক খুশি। পরিবারের সবাই মিলে একসাথে তার খেলা দেখেছি তার সাথে কথা হয়েছে। আমরা সবাই আনন্দিত।
মুস্তাফিজের বাবা আলহাজ্ব আবুল কাশেম গাজী বলেন, আমার ছেলের এই অর্জনে সত্যি আমি আনন্দিত যা ভাষায় প্রকাশ করার মত না। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মুস্তাফিজকে নিয়ে লিখছে নানা স্ট্যাটাস।
রোববার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত বল করে আসছেন সাতক্ষীরার এই তরুণ। ইনিংসের দ্বিতীয় বলেই দেখার তার ভেলকি ব্যক্তিগত সর্বোচ্চ রান অর্জনকারী ব্যাটিং রোহিতকে। এরপর একে একে তুলে নেন ধোনি, রায়না, অক্ষর, আশ্বিন এবং জাদেজাকে।
উল্লেখ্য, এর আগে হারারেতে জিম্বাবুয়ের ব্রায়ান ভিটোরি বাংলাদেশের বিপক্ষেই অভিষেকে টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন।