নেত্রকোনা : দুই মেয়েসহ মাকে রাতের আঁধারে এসিডে ঝলসে দেয়ার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে নেত্রকোনার একটি আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ও এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল ২ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
যাবজ্জীবন কারাদ- প্রাপ্তরা হলেন- জেলার দুর্গাপুর উপজেলার রামবাড়ি গ্রামের বাচ্চু মিয়া (৩০), মানিক মিয়া (২২),রুক্কু মিয়া (২৫), জামাল হোসেন (৬০) ও বুরুজ আলী (৩৫)।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পূর্ব বিরোধের জের ধরে রামবাড়ি গ্রামের এমদাদুল হক ও তার পরিবারের সদস্যদেরকে গ্রাম্য দরবার করে বাংলাদেশ ছাড়তে বলে জামাল হোসেন ও তার লোকজন। এই দরবারের কয়েকদিন পর ২০০৭ সালের ১৯ মে রাত আনুমানিক আড়াইটার দিকে ঘরের বেড়া কেটে ঘুমন্ত অবস্থায় এমদাদুল হকের স্ত্রী শিউলী আক্তার এবং তার দুই মেয়ে ইতি ও সাথীকে এসিড ছুড়ে ঝলসে দেয় আসামিরা। এসিডে তাদের যৌনাঙ্গসহ শরীরের বিভিন্ন অংশের বিকৃতি ঘটে।
ঘটনার এক সপ্তাহ পর ২৬ মে শিউলী আক্তার বাদি হয়ে মামলা করেন। একই বছরের ১২ জুলাই পুলিশ অভিযোগপত্র দেয় আদালতে।