বাংলার খবর২৪.কম, যশোর : যশোরের বেনাপোলে আব্দুল মালেক নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার ভোরে অগ্রভুলোট সীমান্তে এ ঘটনা ঘটে। মালেক শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের আরশাদ আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, রাতে গরু আনার জন্য ৮/১০ জন যুবক ভারতের ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে আব্দুল মালেক গুলিবিদ্ধ হয়ে ঘহনাস্থলেই মারা যান। পরে তার সঙ্গীরা তার লাশ নিয়ে বাংলাদেশে আসেন।
এ ব্যাপারে ২৩ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল আব্দুর রহিম জানান, রাতে সীমান্তে একজন নিহতের খবর শুনেছি। তবে বিস্তারিত জানার জন্য বিএসএফের সাথে কথা বলা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান