বাংলার খবর২৪.কম, খুলনা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা মহানগরী সিনিয়র নায়েবে আমীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মতিন (৫৪) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার নগরীর শান্তিধাম মোড়স্থ বাসভবনে হাট অ্যাটাকে আক্রান্ত হলে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত পৌণে ১২ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে তিনি স্ত্রী সাহিদা বেগম, ছেলে সাহাল বিন মতিন, মেয়ে মুহতারিমা তাবাচ্ছুম ও তামান্না তাবাচ্ছুম, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নগরীর দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রাঙ্গনে আসরবাদ দ্বিতীয় দফার জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। অধ্যাপক আব্দুল মতিনের মৃত্যুতে জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোট একজন দক্ষ ও সাহসী রাজনীতিবিদকে হারালো। তার মৃত্যুতে খুলনার রাজনীতিবিদসহ সর্বস্তরে এক শোকের ছায়া নেমে এসেছে। দুপুরে ২০ দলীয় জোটের সভায় তার আত্মার মাগফিরাতসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈয্য ধারন করার জন্য দোয়া কামনা হয়।
আব্দুল মতিন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার অভায়া গ্রামে ১৯৬০ সালের ১৪ জানুয়ারি একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মৃত আরশাদ আলী ও মাতা মৃত জোলসান আরার ৮ ছেলে মেয়ের মধ্যে ৬ নম্বর। তিনি ১৯৭৬ সালে চাপাইবাবগঞ্জের নবাবগঞ্জ আলিয়া মাদরাসা থেকে দাখিল, ১৯৭৯ সালে রংপুরের রহিমাগঞ্জ আলিয়া মাদরাসা থেকে আলিম, ১৯৮১ সালে পাবনা আলিয়া মাদরাসা থেকে ফাযিল ও দারুস সালাম আলিয়া মাদরাসা থেকে কামিল পাস করেন। এরমধ্যে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শিক্ষা বিষয়ে অনার্স ও মাস্টার্স করেন। ছাত্র জীবনে তিনি ইসলামী ছাত্রশিবিরের সর্বোচ্চ স্তর সদস্য পদের শপথ নেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেন।
পারিবারিক জীবনে তিনি ১৯৮৮ সালের ২ ফেব্র“য়ারি রাজশাহী সদরের টিকাপাড়ার বাসিন্দা নূরুল ইসলামের বড় কন্যা সাহিদা বেগমের সাথে বিয়ে হয়। এরপর তাদের একটি কন্যা সন্তান হয়। ১৯৮৯ সালের ২৪ ডিসেম্বর জামায়াতের রুকনীয়াতের বাইয়াত গ্রহণ করেন। ১৯৯০ সালে তিনি ওই কন্যা সন্তানকে নিয়ে এবং দৌলতপুর ডে-নাইট কলেজের ইসলামী শিক্ষার সহকারি অধ্যাপক পদে যোগদানের জন্য খুলনার দৌলতপুরের পাবলায় আসেন। পরে দৌলতপুর থানা জামায়াতের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে তিনি খুলনা মহানগরীর ভারপ্রাপ্ত আমীর এবং ১৯৯৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত নায়েবে আমীরের দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫১ তম সিনেট সদস্য।
কর্মময় জীবনে অধ্যাপক আব্দুল মতিন ইসলাম ও ইসলামী আন্দোনের কর্মীদের জন্য দারসে কুরআন ও দারসে হাদিসসহ ১৭ টি বই লিখেছেন। এছাড়া দারসে কুরআনের ৭ম খন্ড প্রকাশিতব্য। আর প্রকাশিত বইগুলো হলো, দারসে কুরআন (১-৬ খন্ড), দারসে হাদিস (১-২খন্ড), মানব সৃষ্টির রহস্য, বিষয় ভিত্তিক কুরআন হাদিসের সংকলন, নির্বাচিত হাদিস, ১০০ মাসনুন দোয়া, শহীদী মৃত্যু, ফাযায়েলে একামতে দ্বীন, রাসুল (সঃ) এর রুহানী নামাজ, ইসলামী সংগঠন ও প্রশিক্ষণ, কুরআন হাদিসের আলোকে ৫দফা।
বুধবার সকাল ৭টায় নগরীর খানজাহান আলী রোডের শান্তিধাম মোড়স্থ আল হেরা জামে মসজিদের সামনে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনাঞ্চলের দায়িত্বশীল মুহাদ্দিস আব্দুল খালেক। জানাজায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুজ্জামান মনি, মহানগরী বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম, মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ, উত্তর জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, বাগেরহাট জেলা আমীর মাওলানা মশিউর রহমান, মহানগরী নায়েবে আমীর মাস্টার শফিকুল আলম, মহানগরী সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান, বাগেরহাট জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল ওয়াদুদ, মহানগরী সহকারি সেক্রেটারি এডভোকেট শাহ আলম ও খান গোলাম রসুল, উত্তর জেলা সহকারি সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জাতীয় পার্টির আবুল হোসেন, বিজেপি সভাপতি এডভোকেট লতিফুর রহমান লাবু, পিপলস লীগের সভাপতি ডাঃ সৈয়দ আফতাব আহমেদ, জাগপার সভাপতি সালাউদ্দিন মিঠু, খেলাফত মজলিশের মাওলানা আলী আহমাদ ও মাওলানা শফিকুর রহমান, সাংবাদিক নেতা শেখ দিদারুল আলম, মুনির উদ্দিন আহমেদ, মোঃ এরশাদ আলী, রাশিদুল ইসলাম, আব্দুল খালেক আজীজী, এইচ এম আলাউদ্দিন, আব্দুর রাজ্জাক রানা, আমিরুল ইসলাম, শেখ শামসুদ্দিন দোহা, বিএমএর নেতা ডাঃ সেখ আখতারুজ্জামান, ড্যাব নেতা ডাঃ শওকত আলী লস্কর, ডাঃ মুজিবুর রহমান, কেসিসি’র কাউন্সিলর শমসের আলী মিন্টু, এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, এডভোকেট জাকিরুল ইসলাম, কবি সৈয়দ আলী হাকিম, মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, আব্দুর রহমান, ডাঃ হাবিবুর রহমান, মাওলানা লাবিবুল ইসলাম, অধ্যক্ষ শাফায়াত আলী মিয়া, অধ্যক্ষ মাওলানা ইদ্রীস আলী ও অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ, মাওলানা মনিরুজ্জামান, অধ্যাপক জি এম শফিকুল ইসলাম, হুমায়ুন কবীর, মাওলানা শাহরুল ইসলাম, অধ্যাপক ওয়ালিউল্লাহ, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিংকু, মিয়া মুজাহিদুল ইসলাম, গাজী মোর্শেদ মামুন, ছাত্রশিবির নেতা মুজাহিদুল ইসলাম, মহিউল ইসলাম মাহি, এমরান খালিদ, তারিকুর রহমান, হুমায়ুন কবীর, ইমরান হুসাইন, ওবাইদুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুর রব, সাদিকুর রহমান, আবু বকর সিদ্দিক, জিএম আসলাম, হাসানুল বান্না, কামরুজ্জামান লিটন, আরাফাত হোসাইন, মুজাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, তানজিলুর রহমান মিনার, নাজমূল হোসাইন প্রমুখ।
এদিকে রাজনীতিবিদ অধ্যাপক আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি এম নূরুল ইসলাম দাদু ভাই, মহানগর বিএনপি’র সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক খুলনা সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি সভাপতি অধ্যাপক মাজিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট এসএম শফিকুল আলম মনা, মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ ও সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা উত্তর জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা গোলাম সরোয়ার, মহানগর মুসলিম লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট আক্তার জাহান রুকু, খেলাফত মজলিশের মহানগর সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, বিজেপি’র সভাপতি এডভোকেট লতিফুর রহমান লাবু ও সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সেন্টু, লেবারপার্টির সভাপতি লোকমান হাকিম, পিপলস লীগের সভাপতি ডাঃ সৈয়দ আফতাব হোসেন, খুলনা সদর থানা আমীর অধ্যাপক জি এম শফিকুল ইসলাম ও সেক্রেটারি অধ্যাপক ওয়ালিউল্লাহ, সোনাডাঙ্গা থানা আমীর অধ্যাপক এন রহমান ও সেক্রেটারি শাহারুল ইসলাম, খানজাহান আলী থানা আমীর আজিজুর রহমান স্বপন, খুলনা বিভাগীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার শফিকুল আলম ও সাধারণ সম্পাদক আল ফিদা হোসেন, খুলনা সংস্কৃতিকেন্দ্রের সভাপতি লস্কর শাহ আলম ও সেক্রেটারি শেখ শামসুদ্দিন দোহা, মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, উত্তর জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম ও সেক্রেটারি আশরাফুল ইসলাম, দক্ষিণ জেলা সভাপতি এম আইয়ুব আলী ও সেক্রেটারী রুহুল কুদ্দুস।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান