পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

উপ-নেতা পদে টিউলিপের ভোট পাননি রুশনারা, বাঙালিদের মধ্যে আলোড়ন

লন্ডন: ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির ডেপুটি লিডার পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন বাংলাদেশি বংশদ্ভুত ব্রিটিশ সংসদ সদস্য ও লেবার পার্টির নেতা রুশনারা আলী। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশদ্ভুত এই এমপি ও সাবেক শ্যাডো মিনিস্টার রুশনার আলীর জন্য পার্লামেন্টে ভোটাভুটিতে সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী ভোট দেননি বলে অভিযোগ উঠেছে। তিনি রুশনারার বিরোধিতা করে সমর্থন জানিয়েছেন এঞ্জেলা এগলিকে। অবশ্য, তিনি যাকে ভোট দিয়েছেন সেই এঞ্জেলা এগলিও জয়ী হননি। ফলাফল নিয়ে বৃহস্পতিবার বিস্তারিত বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটেনের নিউ স্টেইটমেন্টস পত্রিকা। সেখানেই তারা উল্লেখ করেছে পার্টির ভেতরে হওয়া ভোটাভুটিকালে টিউলিপের ভোট পাননি রুশনারা; তবে আরেক বাঙালি রূপা হক অবশ্য রুশনারাকেই ভোট দিয়েছেন।

ব্রিটেনের লেবার দলের ডেপুটি লিডার পদে প্রতিদ্ধন্দ্বিতায় প্রার্থী হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত এমপি রুশনারা আলী। ভাল সম্ভাবনা থাকায় বেশ জোরেশোরে প্রচারণা চালিয়েছিলেন তিনি। ভোটাভুটিতে সর্বোচ্চ ৬২ ভোট পেয়ে এগিয়ে আছেন টম ওয়াটসন। তারপরই আছেন যথাক্রমে কার্লোনা ফ্লিন্ট (৪৩ ভোট), অ্যাঞ্জেলা এগলি (৩৮ ভোট), স্টেলা ক্রেসি (৩৫ ভোট), বেন ব্রাডশো (৩৭ ভোট)। রুশনারা আলী পেয়েছেন ২৪ ভোট।

লন্ডনের একটি সূত্র জানায়, গত ১৪ জুন লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে দাওয়াত পেয়েও সম্ভবত এই কারণে অনুপস্থিত ছিলেন রুশনারা আলী ও রূপা হক। রুশনারাকে টিউলিপের ভোট না দেয়ার কারণ হিসাবে এই বিষয়টিকে উল্লেখ করছেন অনেকেই।

সিলেটের বিশ্বনাথে ১৯৭৫ সালে জন্ম নেয়া রুশনারা মাত্র সাত বছর বয়সে বাবা-মার সঙ্গে লন্ডনে পাড়ি জমান। ২০১০ সালে প্রথম বাঙালি হিসেবে তিনি ব্রিটিশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। ৪০ বছর বয়সী এ পার্লামেন্টারিয়ান লেবার পার্টির হয়ে শিক্ষা ও আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক শ্যাডো মিনিস্টারের দায়িত্বে ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে ইরাকে সামরিক হামলায় সংসদে লেবার পার্টি সমর্থন দেয়ায় রুশনারা শ্যাডো মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন। এছাড়া পার্লামেন্টারি ট্রেজারি সিলেক্ট কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে ডিগ্রিধারী রুশনারা পরামর্শক সংস্থা ইয়ং ফাউন্ডেশনের একজন সহযোগী পরিচালক। এর আগের নির্বাচনে সাড়ে ১১ হাজার ভোটে জয়ী রুশনারা এবার দ্বিগুণ ভোটে জয়ী হয়েছেন।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে এমপি নির্বাচিত হয়েছেন ৩২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক। লেবার পার্টির টিউলিপ লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের প্রতিনিধিত্ব করছেন। টিউলিপ ২৩ হাজার ৯৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী সায়মন মার্কাস পেয়েছেন ২২ হাজার ৮৩৯ ভোট।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিপ লন্ডনের মিচামে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত এবং সিঙ্গাপুরে। ১৫ বছর বয়স থেকে তিনি হ্যাম্পস্ট্যাড অ্যান্ড কিলবার্নে বসবাস করছেন। এ এলাকায় স্কুলে পড়েছেন ও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। টিউলিপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন অথরিটি এবং সেইভ দ্য চিলড্রেনের সঙ্গেও কাজ করেছেন। ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

উপ-নেতা পদে টিউলিপের ভোট পাননি রুশনারা, বাঙালিদের মধ্যে আলোড়ন

আপডেট টাইম : ০৪:৪৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০১৫

লন্ডন: ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির ডেপুটি লিডার পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন বাংলাদেশি বংশদ্ভুত ব্রিটিশ সংসদ সদস্য ও লেবার পার্টির নেতা রুশনারা আলী। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশদ্ভুত এই এমপি ও সাবেক শ্যাডো মিনিস্টার রুশনার আলীর জন্য পার্লামেন্টে ভোটাভুটিতে সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী ভোট দেননি বলে অভিযোগ উঠেছে। তিনি রুশনারার বিরোধিতা করে সমর্থন জানিয়েছেন এঞ্জেলা এগলিকে। অবশ্য, তিনি যাকে ভোট দিয়েছেন সেই এঞ্জেলা এগলিও জয়ী হননি। ফলাফল নিয়ে বৃহস্পতিবার বিস্তারিত বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটেনের নিউ স্টেইটমেন্টস পত্রিকা। সেখানেই তারা উল্লেখ করেছে পার্টির ভেতরে হওয়া ভোটাভুটিকালে টিউলিপের ভোট পাননি রুশনারা; তবে আরেক বাঙালি রূপা হক অবশ্য রুশনারাকেই ভোট দিয়েছেন।

ব্রিটেনের লেবার দলের ডেপুটি লিডার পদে প্রতিদ্ধন্দ্বিতায় প্রার্থী হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত এমপি রুশনারা আলী। ভাল সম্ভাবনা থাকায় বেশ জোরেশোরে প্রচারণা চালিয়েছিলেন তিনি। ভোটাভুটিতে সর্বোচ্চ ৬২ ভোট পেয়ে এগিয়ে আছেন টম ওয়াটসন। তারপরই আছেন যথাক্রমে কার্লোনা ফ্লিন্ট (৪৩ ভোট), অ্যাঞ্জেলা এগলি (৩৮ ভোট), স্টেলা ক্রেসি (৩৫ ভোট), বেন ব্রাডশো (৩৭ ভোট)। রুশনারা আলী পেয়েছেন ২৪ ভোট।

লন্ডনের একটি সূত্র জানায়, গত ১৪ জুন লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে দাওয়াত পেয়েও সম্ভবত এই কারণে অনুপস্থিত ছিলেন রুশনারা আলী ও রূপা হক। রুশনারাকে টিউলিপের ভোট না দেয়ার কারণ হিসাবে এই বিষয়টিকে উল্লেখ করছেন অনেকেই।

সিলেটের বিশ্বনাথে ১৯৭৫ সালে জন্ম নেয়া রুশনারা মাত্র সাত বছর বয়সে বাবা-মার সঙ্গে লন্ডনে পাড়ি জমান। ২০১০ সালে প্রথম বাঙালি হিসেবে তিনি ব্রিটিশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। ৪০ বছর বয়সী এ পার্লামেন্টারিয়ান লেবার পার্টির হয়ে শিক্ষা ও আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক শ্যাডো মিনিস্টারের দায়িত্বে ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে ইরাকে সামরিক হামলায় সংসদে লেবার পার্টি সমর্থন দেয়ায় রুশনারা শ্যাডো মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন। এছাড়া পার্লামেন্টারি ট্রেজারি সিলেক্ট কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে ডিগ্রিধারী রুশনারা পরামর্শক সংস্থা ইয়ং ফাউন্ডেশনের একজন সহযোগী পরিচালক। এর আগের নির্বাচনে সাড়ে ১১ হাজার ভোটে জয়ী রুশনারা এবার দ্বিগুণ ভোটে জয়ী হয়েছেন।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে এমপি নির্বাচিত হয়েছেন ৩২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক। লেবার পার্টির টিউলিপ লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের প্রতিনিধিত্ব করছেন। টিউলিপ ২৩ হাজার ৯৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী সায়মন মার্কাস পেয়েছেন ২২ হাজার ৮৩৯ ভোট।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিপ লন্ডনের মিচামে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত এবং সিঙ্গাপুরে। ১৫ বছর বয়স থেকে তিনি হ্যাম্পস্ট্যাড অ্যান্ড কিলবার্নে বসবাস করছেন। এ এলাকায় স্কুলে পড়েছেন ও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। টিউলিপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন অথরিটি এবং সেইভ দ্য চিলড্রেনের সঙ্গেও কাজ করেছেন। ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী কাউন্সিলর নির্বাচিত হন তিনি।