ডেস্ক: ভারতের সিনিয়র বিজেপি নেতা এল কে আদবানির এক মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশে জরুরি অবস্থার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছেন আদবানি। আজ (বৃহস্পতিবার) দিনভর তার এ মন্তব্য নিয়ে আলোচনা চলে।
তিনি একটি সংবাদপত্রে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, গণতন্ত্র বিরোধী শক্তিগুলো বেশ ভালোমতো শক্তি সঞ্চয় করেছে। দেশে আবারও জরুরি অবস্থার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আদবানি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে সাংবিধানিক ও আইনি রক্ষাকবচ থাকা সত্ত্বেও গণতন্ত্র বিরোধী শক্তিগুলো বেশ শক্তিশালী। দেশে গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার অভাব দেখা যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বিচক্ষণতা থাকলেও কিছু দুর্বলতা রয়েছে এবং গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার অভাব রয়েছে। তাই জরুরি অবস্থার মতো পরিস্থিতি ফিরে আসবে না এ কথা তিনি জোর দিয়ে বলতে পারছেন না।’
জরুরি অবস্থা মোকাবিলা করার মতো আইনি এবং সাংবিধানিক রক্ষাকবচ নেই বলেও মন্তব্য করেন আদবানি।
বিজেপির সিনিয়র নেতা আদবানির চাঞ্চল্যকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল আজ (বৃহস্পতিবার) মন্তব্য করেছেন, ‘আদবানি সঠিক কথাই বলেছেন, জরুরি অবস্থার মতো আশঙ্কার কথা অস্বীকার করা যাবে না। এটার কি দিল্লি থেকে প্রথম পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে?’
আপ নেতা আশুতোষ মন্তব্য করেছেন, ‘আদবানি এ মন্তব্য এমন সময় করলেন, যখন দেশে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। এর অর্থ, এই সরকারের ওপর তার কোনো আস্থা নেই। মোদির নেতৃত্বে গণতন্ত্র সুরক্ষিত নয় এবং জরুরি অবস্থাও বেশী দূরে নেই।’
বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতিশ কুমার বলেছেন, ‘আদবানি দেশের সবচেয়ে সিনিয়র নেতা। এ নিয়ে যদি তার আশঙ্কা থাকে তাহলে সবাইকে এ বিষয়ে নজর দেয়া উচিত।’
বিজেপি নেতা সুব্রম্মনিয়াম স্বামী বলেছেন, ‘আদবানি দলের সিনিয়র নেতা এবং চিন্তাবিদ। এ নিয়ে আলোচনা হওয়া উচিত। আমার মনে হয়, বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহকে এই বিষয়ে আলোচনার জন্য বৈঠক ডাকা উচিত।’
কংগ্রেস নেতা অখিলেশ প্রতাপ সিং আদবানির মন্তব্যকে সঠিক বলে দাবি করেছেন। জেডিইউ নেতা আলী আনোয়ার, আরজেডি নেতা মনোজ ঝা আদবানির মন্তব্যকে সমর্থন করেছেন।
বিজেপি নেতা এম জে আকবর অবশ্য জরুরি অবস্থার আশঙ্কার কথা অস্বীকার করে বলেন, ‘দেশে জরুরি অবস্থা জারি হতে পারে না, কারণ ভারতের গণতন্ত্র অনেক বেশী শক্তিশালী।’
এদিকে, দলের সিনিয়র নেতা এ ধরণের মন্তব্য করায় বিজেপি’র মধ্যে মতপার্থক্যের কথা স্পষ্ট হয়ে পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আদবানি কি তবে মোদির শাসনের দিকে ইঙ্গিত করে এ সব কথা বলেছেন, এ প্রশ্নও এখন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান