ঢাকা : তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণ করে সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ১৮ জুন ভ্রাম্যমান আদালত ঢাকার মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ৪২টি দোকান থেকে সিগারেটের অবৈধ বিজ্ঞাপন অপসারণ করেছে। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা সাদিয়া তাজনীন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মতিঝিল এলাকায় সিগারেট বিক্রয়ের ছোট ছোট দোকানে অভিযান চালিয়ে সিগারেটের অবৈধ বিজ্ঞাপন প্রদর্শনের অভিযোগে ভ্রাম্যমান আদালত “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫” (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ এর উপধারা ৪ অনুযায়ী ৪২টি দোকান থেকে অবৈধ বিজ্ঞাপন অপসারণ করেন । অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালত সিগারেটের অবৈধ বিজ্ঞাপন অপসারণসহ দোকানীদেরও সতর্ক করে দেয়।
বিভিন্ন তামাক কোম্পানি ছোট ছোট দোকানীদের মিথ্যা তথ্য দিয়ে সিগারেটের অবৈধ বিজ্ঞাপন প্রদর্শনে প্রলুব্ধ করছে বলে সিগারেট বিক্রেতারা জানায়। এ সময় ভ্রাম্যমান আদালত এর ম্যাজিস্ট্রেট সারা সাদিয়া তাজনীন সকলকে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহসীন মিয়া, বাংলাদেশ তামাক বিরোধী জোটভুক্ত সংগঠন প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সেক্রেটারি জেনারেল হেলাল আহমেদ, ডাব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল এডভোকেসী অফিসার সৈয়দা অনন্যা রহমান , মানবিকের সিনিয়র তামাক নিয়ন্ত্রণ কর্মকর্তা এবিএমএ রাজ্জাক এবং তামাক নিয়ন্ত্রণ কর্মকর্তা সুমন শেখ এবং ডাব্লিউবিবি ট্রাস্ট এর ডোকোমেন্টেশন অফিসার আমিনুল ইসলাম রিপন ।
সারা সাদিয়া তাজনীন আরো বলেন, সরকার জনস্বার্থে তামাক নিয়ন্ত্রণ আইন পাস করেছে। আইন মেনে চলা প্রত্যেক নাগরিক এর দায়িত্ব। আইনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা বা আইন লঙ্ঘণ করা দন্ডনীয় অপরাধ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান