রংপুর : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, যেসব পুলিশের বিরুদ্ধে গাফলতির অভিযোগ ওঠে তার তদন্ত পুলিশ সদস্যরাই করে, এটা গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার রংপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে কারাফটকে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তাদের দিয়ে তদন্ত করা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নয়। পুলিশের জবাবদিহিতা নাগরিকদের মানবাধিকার পরিস্থিতি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
তিনি বলেন, কাগজপত্র নকল করে একই লোককে একাধিকবার আটক দেখানো হচ্ছে। পুলিশের এ ধরনের কর্মকা- গ্রহণযোগ্য নয়। এ কর্মকা- রাষ্ট্রের জন্য চিন্তার কারণ। এসময় তিনি পুলিশকে জবাবদিহিতার আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান।
চেয়ারম্যান বলেন, 'কারাগারের ভিতর অনেক বন্দি তাকে অভিযোগ করেছেন, তাদের আইনজীবীর সাথে কথা বলতে দেওয়া হয় না। এজন্য তিনি প্রধান বিচারপতি সুদৃষ্টি কামনা করেন।
কারা ফটকের সামনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রংপুর কেন্দ্রীয় কারাগারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান