বাংলার খবর২৪.কম: জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের ফলে রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, এলিফ্যান্ট রোড, হাতিরপুল, কারওয়ান বাজার, সেগুনবাগিচা, ফকিরাপুল, পুরানা পল্টনসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নেই। বৃহস্পতিবার দুপুরের পর পরই রাজধানীর অনেক এলাকায় বিদ্যুৎ চলে যায়। রাত নয়টা পর্যন্ত বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ আসেনি। রাজধানীর গুরুত্বপূর্ণ এসব এলাকায় এত দীর্ঘ সময় বিদ্যুৎ না আসায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামের জানান, উলন বিদ্যুৎ স্টেশনটিতে সমস্যা দেখা দেয়ায় পর বিদ্যুৎহীন হয়ে পড়ে রাজধানীর অনেক এলাকা।
তিনি বলেন স্টেশনটি সারিয়ে তোলার জন্য পুরোদমে কাজ চলছে।খুব শিগগির এটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক হতে আরো কত সময় লাগতে পারে তা তিনি সুনির্দিষ্টভাবে বলতে পারেননি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান