দিনাজপুর: হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরল পার্বতীপুরের স্কুল ছাত্র আক্কাস।
গতকাল বুধবার সন্ধায় পার্বতীপুর উপজেলা হাসপাতালের প্রধান ফটকের সামনে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। আক্কাস উপজেলার রাজাবাসর স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। বাড়ী চন্ডিপুর ইউনিয়নের ছোট হরিপুর গ্রামে। তার বাবার নাম মোনায়েম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধায় আক্কাস তার ভগ্নিপতি গোলাম রব্বানীরসাথে মোটরসাইকেলে করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন মা আসমা খাতুন (৪০) কে দেখতে যাচ্ছিল। হাসপাতালে প্রবেশের মুহুর্তে নাম্বার বিহীন হামজালা পরিবহনের একটি ট্রাক্টর পিছন থেকে ধাক্কা দেয়। এতে চালক ভগ্নিপতি ও তার তিন বছরের মেয়ে ছিটকে দুরে পড়ে গেলেও আক্কাস ট্রাক্টরের চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করেছে। চালক সহিদুল পলাতক রয়েছে।
পার্বতীপুর মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা ডিউটি অফিসার জিয়াউল ইসলাম বলেন, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান