গাইবান্ধা: পলাশবাড়িতে বজ্রাঘাত ও গলায় ফাঁস দিয়ে আলম মিয়া (৩৭) ও মজনু মিয়া (১৮) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল গাইবান্ধা সদরে ও সকালে জেলার পলাশবাড়ী উপজেলায় পৃথক এ ঘটনা ঘটে।
আলম মিয়া গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্য কুমেদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং মজনু মিয়া জেলার পলাশবাড়ী উপজেলা সদরের শিবরামপুর গ্রামের বকুল মিয়ার ছেলে।
বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এমারুল ইসলাম স্বাধীন জানান, বিকেলে স্থানীয় সাহারবাজার থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আলম।
এদিকে, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গলায় ফাঁস দিয়ে মজনু মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
পলাশবাড়ী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান ইসলাম জানান, বুধবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ির পাশে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে আসেন মজনু। নামাজ শেষে তিনি মসজিদের ঈমাম সাহেবকে বলে আপনি চলে যান আমি একটু পরে তালা দিয়ে আসছি। পরে দুপুরে জোহরের নামাজ পড়তে গিয়ে মসজিদের ওজু খানার ওপরের চালের তীরের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মজনুর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। মজনু মানসিক রোগে ভূগছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান