পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পিনু খানের অব্যাহতি চায় মহিলা আলীগ

ঢাকা: সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানকে মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে। সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এ পদক্ষেপ নেয়ার কথা চিন্তা করছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেত্রীরা। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে ফিরলে তার সঙ্গে আলোচনা করে সম্মতি পেলে পিনু খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে। মহিলা আওয়ামী লীগের একটি সূত্রে এ তথ্য জানিয়েছে।

পিনু খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও তিনি পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এ নিয়ে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। এ পদ ব্যবহার করে তিনি টানা দুইবার সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনোনীত হন। এ ব্যাপারে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফ মঙ্গলবার বলেন, সে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তাকে পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদক করা হয়নি। ২০০৯ সালে মহিলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ার পর পিনু খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তারপর এখন পর্যন্ত সম্মেলন না হওয়ায় তিনি ভারপ্রাপ্তই রয়ে গেছেন। বিশেষ কোনো বৈঠক ডেকেও তাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেয়া হয়নি।

পিনু খানকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে আশরাফুন্নেসা মোশাররফ বলেন, সাংগঠনিক নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মুহূর্তে লন্ডন সফরে রয়েছেন। তিনি ফিরলে এ বিষয়ে আলোচনা হবে। আশরাফুন্নেসা মোশাররফ স্বীকার করেন, খুনের সঙ্গে ছেলের জড়িত থাকার অভিযোগে পিনু খানের বিরুদ্ধে সংগঠনের মধ্যে নেতিবাচক কথাবার্তা হচ্ছে।

মহিলা আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলন ব্যতীত পূর্ণাঙ্গ সভাপতি বা সাধারণ সম্পাদক হওয়ার সুযোগ নেই। সভাপতি ও সাধারণ সম্পাদকের ক্ষেত্রে কোনো পদ শূন্য হলে সে পদে মনোনীত কেউ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব চালিয়ে নিতে পারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা বলেন, তারা ডাবল মার্ডারের সঙ্গে পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির জড়িত হওয়ার অভিযোগে বিব্রত। এসব নেতা মনে করেন, পিনু খানের ছেলের কর্মকাণ্ডের কারণে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হতে পারে না। তাই তারা ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব থেকে পিনু খানের অব্যাহতি চান।

সংসদ সদস্য পিনু খানের ছেলে রনি মাতাল হয়ে ১৩ এপ্র্রিল রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় তার মার প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মারা যান নিরীহ রিকশাচালক হাকিম ও দৈনিক জনকণ্ঠের সিএনজি অটোরিকশা চালক ইয়াকুব। পিনু খান সংসদ সদস্য হওয়ায় শুল্কমুক্ত সুবিধা নিয়ে এ প্রাডো গাড়ি কেনেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

পিনু খানের অব্যাহতি চায় মহিলা আলীগ

আপডেট টাইম : ০২:৩০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০১৫

ঢাকা: সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানকে মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে। সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এ পদক্ষেপ নেয়ার কথা চিন্তা করছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেত্রীরা। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে ফিরলে তার সঙ্গে আলোচনা করে সম্মতি পেলে পিনু খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে। মহিলা আওয়ামী লীগের একটি সূত্রে এ তথ্য জানিয়েছে।

পিনু খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও তিনি পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এ নিয়ে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। এ পদ ব্যবহার করে তিনি টানা দুইবার সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনোনীত হন। এ ব্যাপারে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফ মঙ্গলবার বলেন, সে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তাকে পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদক করা হয়নি। ২০০৯ সালে মহিলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ার পর পিনু খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তারপর এখন পর্যন্ত সম্মেলন না হওয়ায় তিনি ভারপ্রাপ্তই রয়ে গেছেন। বিশেষ কোনো বৈঠক ডেকেও তাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেয়া হয়নি।

পিনু খানকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে আশরাফুন্নেসা মোশাররফ বলেন, সাংগঠনিক নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মুহূর্তে লন্ডন সফরে রয়েছেন। তিনি ফিরলে এ বিষয়ে আলোচনা হবে। আশরাফুন্নেসা মোশাররফ স্বীকার করেন, খুনের সঙ্গে ছেলের জড়িত থাকার অভিযোগে পিনু খানের বিরুদ্ধে সংগঠনের মধ্যে নেতিবাচক কথাবার্তা হচ্ছে।

মহিলা আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলন ব্যতীত পূর্ণাঙ্গ সভাপতি বা সাধারণ সম্পাদক হওয়ার সুযোগ নেই। সভাপতি ও সাধারণ সম্পাদকের ক্ষেত্রে কোনো পদ শূন্য হলে সে পদে মনোনীত কেউ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব চালিয়ে নিতে পারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা বলেন, তারা ডাবল মার্ডারের সঙ্গে পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির জড়িত হওয়ার অভিযোগে বিব্রত। এসব নেতা মনে করেন, পিনু খানের ছেলের কর্মকাণ্ডের কারণে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হতে পারে না। তাই তারা ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব থেকে পিনু খানের অব্যাহতি চান।

সংসদ সদস্য পিনু খানের ছেলে রনি মাতাল হয়ে ১৩ এপ্র্রিল রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় তার মার প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মারা যান নিরীহ রিকশাচালক হাকিম ও দৈনিক জনকণ্ঠের সিএনজি অটোরিকশা চালক ইয়াকুব। পিনু খান সংসদ সদস্য হওয়ায় শুল্কমুক্ত সুবিধা নিয়ে এ প্রাডো গাড়ি কেনেন।