লন্ডন: নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দমন-পীড়নসহ গুম-খুন
ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে লন্ডনেও।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির লাগাতার বিক্ষোভের ঘটনায় এই উত্তপ্ত অবস্থা বিরাজ করছে সেখানে।
যুক্তরাজ্যে ব্যক্তিগত সফরে এসে একের পর এক বিক্ষোভ আর প্রতিবাদের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত রোববার সন্ধ্যায় লন্ডনের পিকাডেলির পার্ক লেইন শেরাটন হোটেলে শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে ওই হোটেলের সামনে মাথায় কালো কাপড় বেঁধে ব্যানার ও পোস্টার নিয়ে বিক্ষোভ করেন যুক্তরাজ্য বিএনপির শতাধিক নেতা-কর্মী। এ সময় বিক্ষোভকারীদের ঘিরে রাখে পুলিশ। নিরাপত্তাবেষ্টনীর মধ্যেই বিএনপির বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন।
এর আগে গত শুক্রবার এবং শনিবার প্রধানমন্ত্রী যে হোটেলে অবস্থান করছেন (পশ্চিম লন্ডনের হিলটন পার্ক লেইন), তার সামনেও একইভাবে বিক্ষোভ করেন বিএনপির নেতা-কর্মীরা।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক ও সেক্রেটারি কয়সর এম আহমেদের নেতৃত্বে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নেতা কর্মীরা এসে ওই হোটেলের সামনে অবস্থান নিয়েছেন। বিক্ষোভ করছেন।
মঙ্গলবারেও ওই বিক্ষোভ অব্যাহত ছিলো। সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সামনেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন তারা।
পার্লামেন্ট স্কয়ারে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশে অবিলম্বে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের দাবি জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি।
এদিকে সোমবার ব্রিটিশ পার্লামেন্টের কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন, যুক্তরাজ্য শাখার কার্যালয়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবারের মতো নির্বাচিত আইনপ্রণেতাদের উদ্দেশ্যে বাংলাদেশ সংক্রান্ত অলপার্টি পার্লামেন্টারি গ্রুপের সংবর্ধনা অনুষ্ঠান ও মঙ্গলবারের হাউস অব পার্লামেন্টের সভায় বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এমপি রোশনারা আলি ও রূপা হক অনুপস্থিত ছিলেন। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন। সেখানে ব্রিটিশ এমপিদের এই অনুপস্থিতি নিয়েও ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে বাংলাদেশি কমিউনিটিতে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান