রাজশাহী : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচার সুষ্ঠুভাবে হচ্ছে। এখানে কোনো পক্ষপাতিত্ব হচ্ছে না। জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের আপিলের রায় আজ হয়েছে। এখানেও তার মৃত্যুদণ্ড বহাল রয়েছে। তিনি এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন। আবার রিভিউ করতে পারেন। এসব আনুষ্ঠানিকতা শেষ হলেই তার দণ্ড কার্যকর হবে।
মঙ্গলবার রাজশাহী নগরীর উপকণ্ঠ নওহাটায় নবগঠিত ৩৭ আনসার ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন ও রাজশাহী জেলা সমাবেশে বক্তব্যদানকালে এ কথা বলেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী