সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিএসএফের ছোড়া তীর নিক্ষেপে এক শিশুর ডান চোখ নষ্ট হয়ে গেছে। সে সীমান্তবর্তী কেঁড়াগাছি গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে সীমান্তবর্তী সোনাই নদীতে। ১২ বছর বয়সী জনি নামের ওই শিশুটি স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় বিকেল ৫টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জনির বাবা আলমগীর হোসেন জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে কেঁড়াগাছি সীমান্তে সোনাই নদীতে গোসল করতে যায়। এ সময় তারালী ক্যাম্পে দায়িত্বরত এক বিএসএফ সদস্য জনির দিকে তাক করে তীর নিক্ষেপ করে। চোখে তীরবিদ্ধ হয়ে জনি চিৎকার করতে থাকলে লোকজন পানিতে নেমে তাকে উদ্ধার করে। পরে তাকে সাতক্ষীরার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক আমিনুর রহমান জানান, জনির তীরবিদ্ধ চোখটি নষ্ট হয়ে গেছে।
উপজেলার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হায়দার আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। এতে বিএসএফের পক্ষ থেকে তীর নিক্ষেপের বিষয়টি অস্বীকার করা হয়েছে।