সিলেট : পুলিশি হয়রানি বন্ধ ও অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে সিলেট জেলায় পরিবহন শ্রমিকদের তিনটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে প্রশাসনের আশ্বাসে এই ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট পালন করছিল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন।
বিকেলে প্রশাসনিক কর্মকর্তার সাথে শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্ত হিসেবে এই ধর্মঘট প্রত্যাহার করা হয় জানান শ্রমিক নেতারা।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবেরা আক্তার জানান, উদ্ভুত পরিস্থিতিতে এবং রমজান মাসকে সামনে রেখে করণীয় ঠিক করতে শ্রমিক নেতাদের সাথে একটি বৈঠকের আয়োজন করে প্রশাসন। পরে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেন শ্রমিক নেতারা।
বৈঠকে পূর্বের নির্ধারিত হারে টোল আদায় করা হবে বলে শ্রমিক নেতৃবৃন্দকে আশ্বস্ত করে প্রশাসন। একই সাথে পুলিশি হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও শ্রমিক নেতৃবৃন্দদের জানান প্রশাসন। বৈঠকে শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, জেলা প্রশাসক আমাদের দাবিগুলো শুনেছেন এবং ঈদের পর এগুলো সমাধাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান