ডেস্ক: ভারতের প্রতিরক্ষামন্ত্রী মানোহার পারিকার বলেছেন, ৪০ বছরের বেশি সময় ধরে যুদ্ধ না করায় ভারতে সেনাবাহিনীর গুরুত্ব কমে গেছে। অবশ্য একই সঙ্গে তিনি বলেছেন, তার মানে এই নয় যে তিনি যুদ্ধের পক্ষে কথা বলছেন। জয়পুরে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত সম্মেলনে এ সব কথা বলেন পারিকার।
তিনি বলেন, গত ৪০-৫০ বছর ধরে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ করছে না এবং যুদ্ধ ছাড়া ভারতীয় সেনাবাহিনীর গুরুত্ব কমে গেছে। এ ছাড়া, তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীর দু’টি প্রজন্মের কর্মকর্তারা কোনো যুদ্ধ না দেখেই অবসরে চলে যাচ্ছেন।
যে দেশ সেনাবাহিনীকে রক্ষা করতে পারে না তা অগ্রগতি লাভ করে না উল্লেখ করে তিনি জানান, শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর প্রতি জনগণের শ্রদ্ধাবোধ হ্রাস পায় তাই সেনারা খুবই সমস্যায় পড়েন।
অবশ্য একই সঙ্গে তিনি আরো বলেন, এর অর্থ এই নয় যে ভারতকে যুদ্ধে জড়িয়ে পড়ার পক্ষে কথা বলা হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান