কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে দু’ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্প হয়েছে। বুধবার মধ্যরাত রাতে ২-৪৭ মিনিটে, সকাল ৪-৫৯ মিনিটে ও সকাল ৫-২১ মিনিটে তিনবার তীব্র আকারের ভূমিকম্পন হয়েছে।
ভূমিকম্পন প্রথমবার সাত সেকেন্ড, দ্বিতীয় বার ১৩ সেকেন্ড ও তিতীয়বার তিন সেকেন্ড স্থায়ী ছিল। প্রথমবার বেশির ভাগ মানুষ সেহেরি খাচ্ছিলেন। দ্বিতীয়বারের ভূমিকম্পনটি খুবই তীব্র ছিল।
তিনবারেই কম্পনে ঘড়বাড়ি কেঁপে ওঠে। বিশেষ করে মধ্যরাতে লোকজন আতঙ্কিত হয়ে ঘড় থেকে বেড় হয়ে ফাঁকা স্থানে অবস্থান নেয়। তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও অনেকের পাকা ঘড়বাড়ি ও ভবনে ফাটল দেখা দিয়েছে।
যোগাযোগ করা হলে রংপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কন্টোল রুমের কেউ ফোন রিসিভ করেননি। ফলে কত মাত্রায় ভূকম্পনটি আঘাত হেনেছিল এবং এর উৎপত্তিস্থল কোথায় তা জানা যায়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান