ঢাকা : জাতীয় প্রেসক্লাব দখলের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র ডাকাতি হয়ে গেছে। প্রেসক্লাব থেকে ডাকাতদের তাড়াতে হবে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের নিচ তলায় ‘প্রেসক্লাবের দখল দারিত্বের’ প্রতিবাদে সাংবাদিকদের ধারাবাহিক কর্মসূচীর অনুষ্ঠানে বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ এসব কথা বলেন। আগামি ১৬ জুন সংবাদপত্রের কালো দিবসে বেলা ১১টায় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।
শওকত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন-বিএফইউজে’র মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য নূরুল হুদা, সিনিয়র সদস্য কবি এরশাদ মজুমদার, ছড়াকার আবু সালেহ, গোলাম তাহাবুর, সৈয়দ আলী আসফার, সাদাত হোসেন, খায়রুল বাশার, সৈয়দ আকরাম, মীর আহম্মাদ মীরু, মোঃ বেলায়েত হোসেন, সুলতান মাহমুদ বাদল, চন্দন সরকার, খন্দকার গোলাম আজাদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে শওকত মাহমুদ বলেন, প্রেসক্লাবের গণতন্ত্র বাঁচানোর এখনই সময়। বিবেকবান কোনো মানুষ প্রেসক্লাব দখল সমর্থন করে না। তারা সমাজকে যে কতটা দূষিত করে ফেলেছে প্রেসক্লাব তার প্রমাণ। এই অবৈধ দখলদারদের রুখতে হবে। তিনি বলেন-দখলদারদের কার্যক্রম শুধুমাত্র প্রেসরিলিজের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কোনো সদস্য তাদের সমর্থন করে না, কেউ সহযোগীতাও করে না।
শওকত মাহমুদ বলেন, অবৈধ কমিটিকে যৌক্তি কারণেই আদালত কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। প্রেসক্লাবের সেক্রেটারির মামলার পরিপ্রেক্ষিতে আদালত এই নোটিশ দিয়েছেন। দ্রুত তাদের পতন হবে ইনশা আল্লাহ। তিনি বলেন, লজ্জা থাকলে এখনই তাদের প্রেসক্লাব ছেড়ে পালিয়ে যাওয়া উচিৎ। ইতিপূর্বেও প্রেসক্লাব কলুষিত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা পারেনি।
শওকত মাহমুদ বলেন, প্রেসক্লাবের নির্বাচন কমিশন পদত্যাগ করেনি। তারা নিরাপত্তার কারণে নির্বাচন পরিচালনা করতে অপারগতা জানিয়েছে। তিনি বলেন, কারা নির্বাচন কমিশনকে হুমকি দিয়েছে? এখনতো একটিই দল আছে হুমকি দেয়ার। তাদের ভয়ে নির্বাচন কিশনও নিরাপত্তাহীন হয়ে পড়েছে। তবে এতে কোনো লাভ হবে না। আপনারা নির্বাচন দিন। নির্বাচিত কমিটি ছাড়া সদস্যরা আর কোনো অবৈধ কমিটি দেখতে চায় না।
১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আগামী মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সভার সভাপতি শওকত মাহমুদ ঘোষণা দেন।
ডিইউজের সভাপতি আব্দুল হাই শিকদার বলেন, প্রেসক্লাবের দখলদাররা সাংবাদিক নামের ডাকাত। তারা সাংবাদিক সমাজের কলঙ্ক। তিনি বলেন, এই দখলদার সন্ত্রাসীদের উপযোক্ত শাস্তি দিতে হবে। এদের বিকৃত মস্তিষ্ক না হলে গণতান্ত্রিক একটি প্রতিষ্ঠানের ওপর ঝাপিয়ে পড়তে পারতো না। দখল ছেড়ে দেন, এখনো আপনাদেরকে আমরা যথেষ্ঠ ভদ্রতা দেখাচ্ছি।
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ধৈর্য হারা করবেন না। আপনাদের নীতিবোধ থাকলে গণতন্ত্রের পথে ফিরে আসুন।
এসময় আরো উপস্থিত ছিলেন-বিএফইউজের সিনিয়র সহসভাপতি এম আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বুল বুল আহমেদ, এমরান হোসেন, শহিদুল ইসলাম, নরুল হুদা,মাহবুবুর রহমান ইকবাল হাসান নান্টু, আবুল কালাম মানিক, জিয়া উদ্দিন, রফিক হাসান, নাসিম শিকদার, মজিবুল হক ভুইয়া, বেলায়েত হোসেন, ফয়েজ উল্লাহ ভুইয়া, গোলাম মোস্তফা, বাবুল তালুকদার, আবু সালেহ আকন প্রমুখ।