সিলেট : কানাইঘাট সদর ইউপির বীরদল হাওরে বজ্রপাতে কামাল উদ্দিন (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে এনাম উদ্দিন নামে অপর এক কৃষক।
জানা যায়, শনিবার বিকাল ৩টার দিকে সদর ইউপির বীরদল কচুপাড়া গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র কামাল আহমদ (৩৫) গ্রাম সংলগ্ন বীরদল হাওরে ক্ষেতের জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় প্রচ- ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলে কৃষক কামাল আহমদ মৃত্যুবরণ করেন।
এসময় একই গ্রামের বশির আহমদের পুত্র এনাম আহমদ (২৮) বজ্রপাতে বাম পায়ে আঘাত পেয়ে আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বজ্রপাতে দরিদ্র কামাল আহমদের মৃত্যুর ঘটনায় তার পরিবারে সদস্যদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠে। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে তার স্ত্রী ও ৫ ছেলে-মেয়ে বার বার কান্নায় ভেঙে পড়েন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান