কক্সবাজার : ১৪ জুন রোববার সকাল ১০টায় কক্সবাজারস্থ হোটেল ওশান প্যারাডাইসের সম্মেলন কক্ষে মিয়ানমার ও বাংলাদেশের সীমান্তরক্ষীদের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। উক্ত পতাকা বৈঠকে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়ন কমান্ডার, অতিরিক্ত মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুল করিম ও মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবে বর্ডার গার্ড পুলিশের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থিন কো কো।
উক্ত পতাকা বৈঠকে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, সীমান্তের নিকটবর্তী স্থানে ফায়ার, নাফ নদীর কিনারায় বাঁধ নির্মাণ ছাড়াও সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা হবে বলে কক্সবাজারস্থ সেক্টর কমান্ডার অফিসের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মুহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান