কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অর্ধকোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গত ১২ জুন রাত পৌনে ১২টার দিকে টেকনাফ ৪২ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির জওয়ানেরা মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান আসার সংবাদ পেয়ে দক্ষিণ মৌলভী পাড়ার প্রধান সড়কে অবস্থান নেয়। এ সময় ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে গেলে জওয়ানেরা প্রধান সড়কের পাশ থেকে একটি পরিত্যক্ত পুটলা উদ্ধার করে।
এগুলো ব্যাটালিয়ন সদরে এনে গণনা করে ৫০ লক্ষ টাকা মূল্যমানের ৫০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
পরবর্তীতে এগুলোকে প্রকাশ্যে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ জানান।