ঢাকা : ২০১৯ সালের আগেই অন্তবর্তীকালীন নির্বাচন দিতে বাধ্য হবে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইসলামিক পার্টির উদ্যোগে আয়োজিত দলটির সাবেক চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট আবদুল মোবিন এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
নোমান বলেন, আমাদের গণতন্ত্রের আন্দোলন যদি অব্যাহত রাখতে পারি, তাহলে ২০১৯ সালের আগেই অন্তবর্তীকালীন নির্বাচন দিতে বাধ্য হবে সরকার। এই জন্য আমাদের নেতা-কর্মীদের আন্দোলন কর্মসূচিতে মাঠে থাকতে হবে।
তিনি বলেন, এরশাদের বুলেটের বিরুদ্ধে আন্দোলন করে আমরা নির্বাচন আনতে পেরেছি। এবারও আমরা এমন আন্দোলন গড়ে তুলবো যাতে করে সরকার অন্তবর্তীকালীন নির্বাচন দিতে বাধ্য হয়।
বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রীক দল হিসেবে সরকারের আঘাতের পাল্টা জবাবে আমরা অস্ত্র হাতে নিতে পারি না, বুলেটের মাধ্যমে তার জবাব দিতে পারি না। কিন্তু সভা-সমাবেশ করে, আন্দোলন করে, ব্যালটের মাধ্যমে তার জবাব দিতে পারি।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন আমরা আন্দোলন করেছি। কখনো এগিয়েছে, কখনো পিছিয়েছে। একটি রাজনৈতিক দলের জন্য এটা স্বাভাবিক। রাজনৈতিক দল হিসেবে আমরা ঠিক ছিলাম, আমরা সামনে এগিয়ে যাব।
বিএনপির প্রতি জনগণের সমর্থন কমেনি জানিয়ে তিনি বলেন, আমরা আইন ভাঙিনি, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি। আমাদের প্রতি জনগণের সমর্থন কমেনি বরং বেড়েছে। সরকার যদি স্বৈরশাসন অব্যাহত রেখে গুম, খুন, গ্রেফতার, নির্যাতন অব্যাহত রাখে তাহলে জনগণই তাদেরকে ক্ষমতা থেকে নামতে বাধ্য করবে।
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা খোঁজ নিয়ে দেখুন সারা বাংলাদেশের প্রতিটি জেলায় হাজার হাজার নেতা-কর্মীকে নির্যাতন করে পায়ে গুলি করে গুম, খুন করা হয়েছে। তাদের মা-বাবা স্বজনেরা অপেক্ষায় আছে কবে তাদের আপনজন ফিরে আসবে।
বর্তমান সরকারকে পুতুল সরকার আখ্যায়িত করে তিনি বলেন, এই সরকার ক্ষমতায় থাকার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের স্বার্থকে বিসর্জন দিচ্ছে।
বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার ছায়েদুল হাসান ইকবালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার প্রমুখ।