খাগড়াছড়ি : অনিয়ম, দুর্নীতিসহ নানা অভিযোগে স্ট্যান্ডরিলিজের দুই মাস পরেও নতুন কর্মস্থল রাজশাহী কেন্দ্রীয় কারাগারে যোগদান না করে বহাল তবিয়তে আছেন খাগড়াছড়ির জেলা কারাগারের সাবেক জেলার (বর্তমানে ডেপুটি জেলার) মো. আবদুল হান্নান।
তিনি এখনো ছাড়েননি খাগড়াছড়ি জেলা কারাগারের সরকারি বাসা। সম্পূর্ণ অবৈধভাবে গত প্রায় দুমাস ধরে সরকারী বাসা, বিদ্যুৎ ও পানিসহ সকল সুবিধা ভোগ করে যাচ্ছেন। সরকারি চাকুরি বিধিমালা লঙ্ঘন করে তিনি বাসায় থেকেই জেল সুপারসহ কর্মচারীদের ক্রমাগত হুমকি-ধমকি দিয়ে দিচ্ছেন। ডেপুটি জেলারের এই ঔদ্ধত্বপূর্ন আচরনের কারণে জীবনের নিরাপত্তা চেয়ে খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধানিয়া। চলমান পরিস্থিতি বিশ্লেষন করে একটা প্রশ্নের উত্তর সবাই খুঁজছে, তা হচ্ছে ডেপুটি জেলার আবদুল হান্নানের খুঁটির জোর কোথায়?
জেলা কারাগার সূত্রে জানা যায়, তিনি খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার (চলতি দায়িত্ব) হিসেবে যোগদান করেন ২০১৪ সালের ১০ আগষ্ট। কারা বিধি অনুযায়ী জেলার জেলা কারাগারের লক বা আনলক করার কথা থাকলেও কখনো এই দায়িত্ব পালন করেননি এই কর্মকর্তা। বন্দিদের জামিন, ওকালত নামায় স্বাক্ষর এবং জামিনে মুক্তি পাওয়ার পর আসামীদের টাকা ছাড়া কারাগার থেকে ছেড়ে দিতেন না এই কর্মকর্তা। এসব বিষয়ে এই ডেপুটি জেলার কখনোই উর্দ্ধতন কর্মকর্তাদের আদেশ-নির্দেশ পালন করতেন না, তোয়াক্কাও করতেন না। এছাড়াও তিনি খাগড়াছড়ি জেলা কারাগারে যোগদানের পর থেকে সরকারি বাসা ব্যাবহারের পাশাপাশি প্রায় ৮০টি ছাগল-ভেড়া লালন-পালন করে বিভিন্নভাবে পরিবেশ দূষণ করে চলছেন। জেলা কারাগার সূত্রে আরো জানা যায় ডেপুটি জেলার সরকারি দায়িত্ব পালন না করে কাঠ ব্যবসায় জড়িয়ে পড়েছেন। এই বিষয়ে গত ২৮ মে এক বিভাগীয় তদন্ত অনুষ্ঠিত হয়, যেখানে তার সরকারি বাসায় প্রায় ২৫০০ ঘনফুট মূল্যবান সেগুন কাঠ রয়েছে বলে সত্যতা পেয়েছে তদন্তকারী দল।
এছাড়াও বিভিন্ন কারাগারে চাকুরি করা কালীন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করেছেন, যা কারা বিধি ১ম খন্ডের ১৯২(২)(৩), ১৯৩, ২৪৮, ২৬২, ২৬৫ ধারার অপরাধ হিসেবে উল্লেখ করে তাকে বেশ কয়েকবার বরখাস্ত করা হয়েছে। বর্তমানে তার বিরূদ্ধে খাগড়াছড়ি ও পঞ্চগড় জেলা কারাগারে বিভাগীয় দু’টি মামলা চলমান আছে।
খাগড়াছড়ি জেলা কারাগারে থাকাকালীন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারনে গত ১১মে তারিখে কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার পদ থেকে পদাবনতি করে ডেপুটি জেলার হিসেবে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তাৎক্ষনিকভাবে যোগাদানের নির্দেশ দেন।
মোবাইল ফোনে যোগাযোগ করলে ডেপুটি জেলার মো. আবদুল হান্নান ( ০১৭১১২৬১১২৮) বলেন এসব তার বিরূদ্ধে ষড়যন্ত্র। কিন্তু তাকে স্ট্যান্ডরিলিজ করার বিষয়টি তিনি স্বীকার করে বলেন খুব অল্প সময়ের মধ্যে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে যোগ দেবেন। বিভাগীয় মামলাগুলোর বিষয়েও তিনি জানেন এবং আইনগতভাবে মোকাবিলা করবেন বলে জানান এই প্রতিবেদককে। তিনি কারা অভ্যন্তরে ছাগল-ভেড়া পালন করতে পারেন কিনা এই বিষয়ে প্রশ্ন করলে তিনি জবাব না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন।
খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধানিয়া বলেন তার অপকর্ম সম্পর্কে আপনারা যেমন অবগত আছেন, আমার উর্দ্ধতন কর্মকর্তারাও অবগত আছেন। আমি জীবনের নিরাপত্তা চেয়ে খাগড়াছড়ি সদর থানায় সাধারন ডায়েরি দায়ের করেছি।
এদিকে গত ১২ তারিখে জেলা আইনশৃংখলা কমিটির সভায় এ ডেপুটি জেলারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আলোচনায় ওঠে আসে। দেখা দেয় অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। যা পরবর্তিতে বিভিন্ন স্থানীয় পত্রিকায় ছাপা হয়েছে ছাপানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান