বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম থেকে ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে আহত ছিনতাইকারী সিহাব উদ্দিন (১৯) সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছে।
সে বগুড়া শহরের নারুলী এলাকার নুরু মুন্সীর ছেলে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নাটোরের সিংড়া থানার ওসি নাসির উদ্দিন ম-ল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে গণপিটুনিতে ঘটনাস্থলেই মোমিন (২২) নামের এক ছিনতাইকারী নিহত হয়।
সে শাজাহানপুর উপজেলার চকচুপিনগর গ্রামের ময়না পাইকারের ছেলে।
সিংড়া থানার পুলিশ ছিনতাই হওয়া ১০ লাখ টাকা এবং ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার ও চালককে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সিএনজি চালক শাহিন আলম বগুড়ার শাজাহানপুর উপজেলার সাহিদুলের ছেলে।
এঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। ছিনতাইকারী মোমিনকে পিটিয়ে হত্যার ঘটনায় সিংড়া থানার এস আই বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
অপর দিকে, ছিনতাইয়ের শিকার নাটোরের ধান ব্যবসায়ী সিংড়া উপজেলার ঝিঙবাড়ীয়া গ্রামের আবুল কাসেমের ছেলে এনামুল (৫৫) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে সিংড়া থানায় আরেকটি মামলা দায়ের করেছেন।
সিংড়া থানার এস আই পবিত্র কুমার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নাটোরের দুই ধান ব্যবসায়ী সিংড়া উপজেলার ঝিঙবাড়ীয়া গ্রামের আবুল কাসেমের ছেলে এনামুল (৫৫) এবং জয়নাল আবেদীনের ছেলে আজগর আলী (৬২) বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামী ব্যাংক নন্দীগ্রাম শাখা থেকে ১০ লাখ টাকা উত্তোলন করেন। ফেরার পথে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম কৈডালা মোড়ে একদল অস্ত্রধারী ছিনতাইকারী পথরোধ করে দুই ব্যবসায়ীকে বেদম মারপিট করে টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত দুই ব্যবসায়ীকে উদ্ধার করে স্থানীয় লোকজন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় কিছু লোক ছিনতাইকারীদের ধাওয়া করে সিংড়া উপজেলার বিনবাজার এলাকায় গিয়ে তাদের ধরে ফেলে। এরপর গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং ৮ ছিনতাইকারী আহত হয়।
খবর পেয়ে পুলিশ তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে গ্রেফতারের পর সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত ছিনতাইকারীরা হলো- বগুড়া শহরের রহমান নগরের আনোয়ারের পুত্র রাকিব উদ্দিন (২২), একই এলাকার মনিরুজ্জামানের পুত্র রাহাত আলী (১৮), নারুলীর মাহাবুব আলমের পুত্র রাকিনুল ইসলাম (২০), গাবতলীর কাইয়ুমের পুত্র জোবায়ের (২২), শাজাহানপুরের আনছার আলীর পুত্র শামীম (২১), আশরাফ আলীর পুত্র আরিফ হোসেন (২৮), সদরের জসিম উদ্দিনের পুত্র রায়হান আলী (২০)।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান