লালমনিরহাট : ৩ দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লালমনিরহাটের উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ।
শুক্রবার সকাল ৯ টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদ সীমা ছুই ছুই করছে । যে কোন সময় বিপদ সীমা অতিক্রম করতে পারে বলে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে ।
তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৫ উপজেলার চরাঞ্চলের ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে।
এদিকে পানি নিয়ন্ত্রণে রাখতে খুলে দেয়া হয়েছে দেশের সর্ব বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি গেট। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী ফজলুল হক জানান, তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদ সীমা ছুই ছুই করছে। পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়া হয়েছে ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান