কক্সবাজার : টেকনাফে পুলিশের এক সোর্সকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে টেকনাফ পৌরসভার হারিছ কমিশনারকে আটক করেছে।
খোঁজ নিয়ে জানাযায়, ১২ জুন রাতের প্রথম প্রহরে টেকনাফ উপজেলা পরিষদস্থ মাইমুনা সরকারি প্রাইমারী স্কুলের পশ্চিম পার্শ্বে মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সেলিম প্রকাশ মুন্ডি সেলিম (৩৪), বাট্টা হাশিমের পুত্র রবিউল ও ফিশারী জহিরের পুত্র ফয়েজ অবস্থান করছিল। এ সময় মুখোশধারী ৫/৬জন সশস্ত্র দুর্বৃত্ত দল হামলা চালিয়ে মোহাম্মদ সেলিমকে ঘাড়ে গুলি করে এবং মাথায় কুপিয়ে খুন করে।
এ সময় হৈ চৈ শুনে লোকজন জড়ো হতে শুরু করলে হামলাকারীরা লাশটি পাশ্ববর্তী পশ্চিমের পাহাড়ে গুম করার চেষ্টা চালায়। লোকজন দলবদ্ধ হয়ে রক্তের চিহ্ন দেখে খোঁজ করে পাহাড়ের পাদদেশ হতে সেলিমের রক্তাক্ত দেহ উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এরপর হতে রবিউল ও ফয়েজ পলাতক রয়েছে বলে জানা গেছে। টেকনাফ থানার এসআই আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে আসে এবং সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের জন্য টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড কমিশনার মোঃ হারিছকে আটক করে নিয়ে যায়। সকালে লাশ পোষ্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে বলে টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান