জামান সরকার, ফিনল্যান্ড: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ১২ জুনের যুক্তরাজ্য সফর প্রতিহত ঘোষণার অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখা ৪ দিনব্যাপী লাগাতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে।
প্রধানমন্ত্রীকে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশের জন্য ইতিমধ্যেই পোষ্টার ও হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসাবে প্রতিদিন আলতাব আলী পার্ক থেকে দেড় টায় বাস ছাড়বে বলেও জানানো হয়েছে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক ও সাধারন সম্পাদক এম কয়ছর আহমদ দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশিদের তাদের এই কর্মসূচিতে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণের আহবান জানিয়েছেন।
প্রতিবাদ সমাবেশে তারা বলেন, বর্তমান সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে জগদ্দল পাথরের মতো জনগনের উপর চেপে বসে আছে।
তারা বলেন, চিকিৎসার নামে রাষ্ট্রীয় কোষাগারের কোটি কোটি টাকা ব্যয় করে শতাধিক সফর সঙ্গী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে আসছেন। তার এই সফরে প্রতিরোধ গড়ে তোলা হবে।