ডেস্ক : ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের একদিনের ব্যয় ৯০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৭০ কোটি ১৪ লাখ টাকা হবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম পেন্টাগনের এক প্রতিবেদনের ভিত্তিতে শুক্রবার এ তথ্য জানিয়েছে। মার্কিন কংগ্রেসে এ ব্যাপারে পরবর্তী ব্যয় বন্ধের বিষয়ে একটি বিল বাতিল হয়ে যাওয়ার পরপরই এ তথ্য প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইএসের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের ব্যয় হয়েছে ২.৭ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২১ হাজার ৫০ কোটি টাকা)।
অর্থাৎ আইএস মোকাবেলায় দেশটির বরাদ্দ বাজেটের দুই-তৃতীয়াংশই বিমান হামলা খাতে ব্যয় হয়েছে। গত বছর আগস্ট থেকে মার্কিন নেতৃত্বে ইরাকে আইএস বিরোধী যৌথ অভিযান শুরু হয়। এরপর থেকেই এ খাতে দেশটির ব্যয় ক্রমাগত বেড়েছে। ফলে সম্প্রতি এ খাতে অর্থ বরাদ্দ বন্ধে একটি বিল উত্থাপিত হলে মার্কিন কংগ্রেসে তা বাতিল হয়ে যায়। সেই সঙ্গে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ প্রতিরক্ষা খাতে আরও পাঁচশ’৭৯ বিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে।
অপরদিকে চলতি সপ্তাহে ইরাকি সেনা ও সুন্নি যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে আরও সাড়ে চারশ’ সেনা পরামর্শক দেশটিতে পাঠানোর ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। তবে এসব সেনারা কোনো লড়াইয়ে অংশ নেবে না। বর্তমানে ইরাকি সেনাদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে দেশটিতে তিন হাজার একশ’ মার্কিন সেনা অবস্থান করছে বলে জানা গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান