ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরকালে বাংলাদেশ নিয়ে যেসব আশ্বাস দিয়েছেন তা পর্যবেক্ষণে রয়েছে বিএনপি। একইসঙ্গে বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে তিনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন তা নিয়েও সতর্ক দলটি। তাছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদীর একান্ত বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে। বেশ কিছু বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে বিএনপি আশ্বস্তও হয়েছে। বিশেষ করে মোদীর সফর পরবর্তী সময়ে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা ফুরফুরে মেজাজে রয়েছেন। অনেকটা চাঙাভাব বিরাজ করছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে।
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ গতকাল ঢাকায় এক অনুষ্ঠানে দলের চেয়ারপারসনের বরাত দিয়ে বলেছেন, বৈঠকে দেয়া মোদীর বক্তব্যে বিএনপি আশ্বস্ত। তিনি বলেন, আমরা মোদীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। আমরা কিছুদিন দেখতে চাই বক্তব্য অনুযায়ী তিনি কি করেন।
হাফিজ বলেন, দলের চেয়ারপারসন তাঁর সঙ্গে মোদীর প্রশংসা করেছেন। বলেছেন, মোদি মনমোহন সিং ও সুজাতা সিংয়ের চাইতে ব্যতিক্রম এবং আন্তরিক।
এ বিষয়ে বিএনপির একজন সিনিয়র নেতা জানিয়েছেন, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা হচ্ছে। বিশেষ কোনো দেশের সঙ্গে সম্পর্কের অবনতি নয়, দৃঢ় করার পক্ষে বিএনপি। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় তার দল। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকালে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় উঠে আসে গত বছর ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের কথাও। বিশেষ করে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে একান্তে যে ১৫ মিনিট আলোচনা হয়েছে তা ছিল খুবই তাৎপর্যপূর্ণ। পুরো ৪৫ মিনিট দীর্ঘ ওই বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। শক্তিশালী হবে গণতন্ত্র। মানুষ ফিরে পাবে তাদের ভোটের অধিকার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে ও পরবর্তী সময়ে বিএনপির শীর্ষ নেতাদের বক্তৃতায় বিজেপি সরকারের ভালো দিকগুলো উঠে এসেছে। কেউ কেউ মোদীকে সুবক্তা আবার কেউ উদার রাজনীতিবিদ বলে অ্যাখ্যা দিয়েছেন।
অপরদিকে গত ৮ জুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ঢাকায় এক আলোচনা সভায় বলেছেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আধুনিক গণতান্ত্রিক চিন্তাধারার পথেই অগ্রসর হচ্ছেন মোদী।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশ সমূহের মধ্যে উন্নয়নের সুসম্পর্ক গড়ে তোলার যে চেষ্টা করছেন মোদী তা অনেক আগেই শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
‘রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নয়, ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্কে বিশ্বাস করি’ বলে মোদীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, মানুষে মানুষে যদি সুসম্পর্ক স্থাপন না হয়, তাহলে সরকারে সরকারে যে সম্পর্ক তা স্থায়ী হতে পারে না। এ দর্শন জিয়াউর রহমান অনেক আগেই উপলব্ধি করেছেন।
নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর সাত জুন বিএনপির এ নেতাই তখন সাংবাদিকদের সঙ্গে বৈঠকের নানা দিক নিয়ে কথা বলেছেন। ওই সময় তিনি বলেছেন, মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে গণতন্ত্রের অনুপস্থিতির কথা তাকে জানানো হয়েছে।
আজ জাতীয় প্রেসক্লাবে দলের এক সমর্থক সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। ওই সভায় তিনি অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে যাতে নরেন্দ্র মোদীর বৈঠক না হয় সেজন্য অপচেষ্টা চালিয়েছে আওয়ামী লীগ। কিন্তু শেষ পর্যন্ত সে অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
মোদীর সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হবে না বলে ৫ জুন পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন তার সমালোচনা করে হান্নান শাহ বলেন, মোদী-খালেদা বৈঠক হওয়ার পর অন্যকোনো দেশের মন্ত্রী হলে তিনি (পররাষ্ট্রমন্ত্রী) পদত্যাগ করতেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান