ডেস্ক: ভারতের আসাম রাজ্যে ব্রহ্মপুত্র নদ বিপদসীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে জোড়হাট আর ধুবড়ি জেলায়। এর ফলে রাজ্যের অন্তত ১৫টি জেলার প্রায় তিন লক্ষ মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন।
প্রাণহানির কোনও খবর নেই এখনও পর্যন্ত পাওয়া যায় নি।
আসামের বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর বলছে লখিমপুর, শোনিতপুর, বরপেটা আর গোয়ালপাড়া জেলাগুলিতেই সবথেকে বেশি মানুষ বন্যার কবলে পড়েছেন। বিভিন্ন জেলায় ছয়টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় সাড়ে চারশো মানুষ আশ্রয় নিয়েছেন।
এবছর এটিই আসামে প্রথম বন্যা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান