ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে করা মন্তব্যের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে পাকিস্তান পার্লামেন্ট। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে সর্বসম্মতভাবে এই নিন্দা প্রস্তাব পাস হয় বলে ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।
গত সপ্তাহে ঢাকা সফরের সময় ‘পাকিস্তান উপদ্রব সৃষ্টি করছে এবং সন্ত্রাসবাদকে মদদ দিয়ে প্রতিনিয়ত ভারতকে বিপদে ফেলতে চাইছে’ বলে নরেন্দ্র মোদির মন্তব্যের পর থেকে পাকিস্তানে ক্ষোভ চলছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাজি খলিলুল্লাহ দুই দিন আগেই বলেছিলেন, ‘মোদির বক্তব্য প্রতিবেশী সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে ভারতের নেতিবাচক ভূমিকার বিষয়ে পাকিস্তানের বক্তব্যকেই প্রমাণ করে।’ এরপর প্রতিবেশী দেশের সরকার প্রধানের মন্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিনেটে গতকাল নিন্দা প্রস্তাব উত্থাপন করেন পার্লামেন্টের উচ্চ কক্ষের সরকারি দলের নেতা রাজা জাফরুল হক।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান