ডেস্ক: মানবপাচারে জড়িত সন্দেহে গ্রেফতার থাই সেনাকর্মকর্তা জেনারেল মানাসকে সামরিক বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে। বৃহস্পতিবার থাই সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল উদোমেডজ সিতাবুতর এ তথ্য জানিয়েছেন। মানাস ছিলেন থাই সামরিক বাহিনীর বিশেষ উপদেষ্টা।
গত মাসের শেষ দিকে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মানাস এর বিরুদ্ধে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে মানবপাচারকারীদের অর্থের বিনিময়ে আশ্রয় দেয়ার অভিযোগ ওঠে। এরপরই পুলিশ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে তিনি আত্মসমর্পণ করেন। সিতাবুতর জানান, জেনারেল মানাসকে পর্যাপ্ত আইনি সুবিধা দেয়া হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান