অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

ছাত্রলীগকে টিকিট না দেয়ায়

বাংলার খবর২৪.কম: 500x350_b2febb8af6804de501503f440d4c5db6_Ch-station1কেন্দ্রের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসার জন্য ৩৮০ টিকিট চেয়েছিল চট্টগ্রাম ছাত্রলীগ। কিন্তু রেলস্টেশন কর্তৃপক্ষ তা না দেয়ায় মূল্য দিতে হলো পাঁচ জন কর্মকর্তা-কর্মচারীকে। এছাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে এ নিয়ে রেলওয়ে স্টেশনে কর্মচারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। স্টেশনে ভাঙচুর চালায় তারা। এতে পাঁচ কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে ছাত্রলীগ। এরপর স্টেশন অবরোধ করে শত শত নেতাকর্মী। স্টেশন ম্যানেজারের কক্ষ নিয়ন্ত্রণে নেয়।
পরে রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মুরাদ হোসেন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে রাত সোয়া ১০টার দিকে অবরোধ তুলে নেয় তারা। শুধু তা-ই নয়, বিভাগীয় ব্যবস্থাপক তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।
এর মধ্যে স্টেশন মাস্টার-২ আবু জাফর, বুকিং সহকারী মহসীন, নিরাপত্তা বাহিনীর সদস্য মনির, সাব্বির ও হাবীবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া রেলওয়ের প্রধান পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে পাঁচ সদদ্যের তদন্ত কমিটিও গঠন করে দিয়েছেন মুরাদ হোসেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মিডিয়াকে বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেসের ৩০ আগস্টের টিকিট না পাওয়ায় কাউন্টারে দায়িত্বরতদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে রেলওয়ের নিরপাত্তা কর্মীরা স্টেশনের পরিবেশ স্বাভাবিক রাখতে ছাত্রলীগ কর্মীদের সরিয়ে দিতে চাইলে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় ছাত্রলীগ কর্মীরা টিকিট কাউন্টার, ম্যানেজারের কক্ষ ও যাত্রীদের বিশ্রামাগারে ভাঙচুর করে।’ পরে রেলওয়ে পুলিশসহ উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি মিডিয়াকে বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় সমাবেশে যোগ দিতে নগর ছাত্রলীগের পক্ষ থেকে ৩০ আগস্টের তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ৩৮০টি টিকিট চেয়ে গত ২০ আগস্ট আবেদন করা হয়। রেলওয়ের স্টেশন ম্যানেজার যথাসময়ে টিকিট দেয়া হবে জানিয়ে ২৭ আগস্ট স্টেশনে আসতে বললেও এখন বলছে চাহিদা অনুযায়ী টিকিট দিতে পারবেন না। বিষয়টি নিয়ে রেলওয়ের ডিসিও থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারাও নিশ্চুত থাকেন।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

ছাত্রলীগকে টিকিট না দেয়ায়

আপডেট টাইম : ০৪:০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কম: 500x350_b2febb8af6804de501503f440d4c5db6_Ch-station1কেন্দ্রের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসার জন্য ৩৮০ টিকিট চেয়েছিল চট্টগ্রাম ছাত্রলীগ। কিন্তু রেলস্টেশন কর্তৃপক্ষ তা না দেয়ায় মূল্য দিতে হলো পাঁচ জন কর্মকর্তা-কর্মচারীকে। এছাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে এ নিয়ে রেলওয়ে স্টেশনে কর্মচারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। স্টেশনে ভাঙচুর চালায় তারা। এতে পাঁচ কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে ছাত্রলীগ। এরপর স্টেশন অবরোধ করে শত শত নেতাকর্মী। স্টেশন ম্যানেজারের কক্ষ নিয়ন্ত্রণে নেয়।
পরে রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মুরাদ হোসেন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে রাত সোয়া ১০টার দিকে অবরোধ তুলে নেয় তারা। শুধু তা-ই নয়, বিভাগীয় ব্যবস্থাপক তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।
এর মধ্যে স্টেশন মাস্টার-২ আবু জাফর, বুকিং সহকারী মহসীন, নিরাপত্তা বাহিনীর সদস্য মনির, সাব্বির ও হাবীবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া রেলওয়ের প্রধান পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে পাঁচ সদদ্যের তদন্ত কমিটিও গঠন করে দিয়েছেন মুরাদ হোসেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মিডিয়াকে বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেসের ৩০ আগস্টের টিকিট না পাওয়ায় কাউন্টারে দায়িত্বরতদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে রেলওয়ের নিরপাত্তা কর্মীরা স্টেশনের পরিবেশ স্বাভাবিক রাখতে ছাত্রলীগ কর্মীদের সরিয়ে দিতে চাইলে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় ছাত্রলীগ কর্মীরা টিকিট কাউন্টার, ম্যানেজারের কক্ষ ও যাত্রীদের বিশ্রামাগারে ভাঙচুর করে।’ পরে রেলওয়ে পুলিশসহ উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি মিডিয়াকে বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় সমাবেশে যোগ দিতে নগর ছাত্রলীগের পক্ষ থেকে ৩০ আগস্টের তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ৩৮০টি টিকিট চেয়ে গত ২০ আগস্ট আবেদন করা হয়। রেলওয়ের স্টেশন ম্যানেজার যথাসময়ে টিকিট দেয়া হবে জানিয়ে ২৭ আগস্ট স্টেশনে আসতে বললেও এখন বলছে চাহিদা অনুযায়ী টিকিট দিতে পারবেন না। বিষয়টি নিয়ে রেলওয়ের ডিসিও থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারাও নিশ্চুত থাকেন।’