পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নেপালে ফের মাটির তলায় ৬ গ্রাম: ৩০ জনের মৃত্যু

ডেস্ক: ফের মৃত্যুর ছোবল নেপালে! ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির রেশ কাটিয়ে ওঠার আগে আবারও প্রাকৃতিক বিপর্যয়। ভূমিধসে চাপা পড়ল ছ’টি আস্ত গ্রাম। ধসে চাপা পড়ে মৃত–্য হয়েছে কমপক্ষে ৩০ জনের। ১০ জন গুরুতর জখম। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা।

জানা গেছে, একটানা বৃষ্টির কারণেই ধস নেমেছে নেপালে।

প্রধান জেলা কর্মকর্তা সৌরেন্দ্র ভট্টরাই জানান, বুধবার রাতে গ্রামের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখনই ধস নামে। ধসে চাপা পড়া ছ’টি গ্রামই তপলেজুং জেলায়। বিপন্নদের উদ্ধারে ওই গ্রামগুলোয় হেলিকপ্টার পাঠানো হচ্ছে। কয়েকজনকে উদ্ধার করা হলেও এ পর্যন্ত ১২ জনের হদিশ নেই বলে জানা গেছে।

ডিএসপি শান্তি রাজ কৈরালা জানান, ধসবিধ্বস্ত এলাকায় পুলিশ ও উদ্ধারকারী টিম রয়েছে। পুরোদমে উদ্ধারকাজ চলছে।

এই বর্ষার মৌসুমে নেপালে ভূমিধস নতুন কিছু নয়। তবে, এ বার পর পর কয়েকটা ভূমিকম্প ও ভূমিকম্পোত্তর কম্পনের জেরে ৯ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেই দুর্যোগের জের এখনাে কাটিয়ে উঠতে পারেনি নেপাল।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

নেপালে ফের মাটির তলায় ৬ গ্রাম: ৩০ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৬:৪০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০১৫

ডেস্ক: ফের মৃত্যুর ছোবল নেপালে! ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির রেশ কাটিয়ে ওঠার আগে আবারও প্রাকৃতিক বিপর্যয়। ভূমিধসে চাপা পড়ল ছ’টি আস্ত গ্রাম। ধসে চাপা পড়ে মৃত–্য হয়েছে কমপক্ষে ৩০ জনের। ১০ জন গুরুতর জখম। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা।

জানা গেছে, একটানা বৃষ্টির কারণেই ধস নেমেছে নেপালে।

প্রধান জেলা কর্মকর্তা সৌরেন্দ্র ভট্টরাই জানান, বুধবার রাতে গ্রামের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখনই ধস নামে। ধসে চাপা পড়া ছ’টি গ্রামই তপলেজুং জেলায়। বিপন্নদের উদ্ধারে ওই গ্রামগুলোয় হেলিকপ্টার পাঠানো হচ্ছে। কয়েকজনকে উদ্ধার করা হলেও এ পর্যন্ত ১২ জনের হদিশ নেই বলে জানা গেছে।

ডিএসপি শান্তি রাজ কৈরালা জানান, ধসবিধ্বস্ত এলাকায় পুলিশ ও উদ্ধারকারী টিম রয়েছে। পুরোদমে উদ্ধারকাজ চলছে।

এই বর্ষার মৌসুমে নেপালে ভূমিধস নতুন কিছু নয়। তবে, এ বার পর পর কয়েকটা ভূমিকম্প ও ভূমিকম্পোত্তর কম্পনের জেরে ৯ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেই দুর্যোগের জের এখনাে কাটিয়ে উঠতে পারেনি নেপাল।