বাংলার খবর২৪.কম,রাঙ্গামাটি : বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার থেকে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কসহ সব নৌ-পথে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছেন রাঙ্গামাটি-চট্টগ্রাম জেলার বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার রাঙ্গামাটি বাস মালিক সমিতির কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচী ঘোষণা দেয়া হয়।
শ্রমিকের ওপর হামলার ঘটনায় রাঙ্গামাটিতে বাস মালিক সমিতি ও বাস শ্রমিক ইউনিয়নের নেতারা মঙ্গলবার থেকে রাঙ্গামাটি- চট্টগ্রাম সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।
জানা যায়, সোমবার রাতে শহরের পুরাতন বাসস্টেশন দোয়েল চত্বরে বাসশ্রমিক স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাস শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে বাস টার্মিনাল থেকে কয়েকজন শ্রমিক ঘটনাস্থলে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন বাসশ্রমিক আহত হন।
যৌথ সংবাদ সম্মেলনে বাস শ্রমিকদের হামলাকারীদের গ্রেফতার করা না হলে বুধবার থেকে রাঙ্গামাটির সড়ক ও নৌপথে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচীর ডাক দেয়া হয়।
এসময় চট্টগ্রাম শ্রমিক ইউনিয়নের সভাতি এনামুল হক, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, চট্টগ্রাম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী আবদুর রহমান, রাঙ্গামাটি লঞ্চ মালিক সমিতির সভাতি হাজী মনছুর আহমদ, রাঙ্গামাটি বাস মালিক সমিতির সভাপতি মঈনউদ্দিন সেলিম, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান রোমান উপস্থিত ছিলেন।