ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন তাঁর দল ক্ষমতায় গেলে বর্তমান সরকার বুঝবে ‘কত ধানে কত চাল’।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হান্নান শাহ বলেন, সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছিল যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে খালেদা জিয়ার বৈঠক না হয়। কিন্তু সে অপচেষ্টায় সরকার ব্যর্থ হয়েছে।
হান্নাহ শাহ বলেন, সরকারের একজন মন্ত্রী বলেছিলেন খালেদার সঙ্গে মোদীর বৈঠক হবেনা। মোদী-খালেদার বৈঠকের পর অন্য কোনো দেশের মন্ত্রী হলে পদত্যাগ করতো।
জাতীয় তৃণমূল দলের সভাপতি হানিফ ব্যাপারী সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিতি ছিলেন।