ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সমঝোতার কমিটিকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত।
বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার বিকেলে আদালত এ নোটিশ দেন।
জাতীয় প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ গত ৮ জুন সমঝোতার ১৭ সদস্যের কমিটিকে অবৈধ ঘোষণা, প্রেসক্লাবের ব্যাংক একাউন্টে লেনদেন ও তাদের সকল কার্যক্রম বন্ধ চেয়ে আদালতে আবেদন করেন। আর এরই প্রেক্ষিতে আদালত আজ এ আদেশ দেন।
এ মামলার বিবাদীরা হচ্ছেন- সমঝোতার কমিটির সভাপতি: মুহম্মদ শফিকুর রহমান, সিনিয়র সহসভাপতি: মনজুরুল আহসান বুলবুল, সহসভাপতি: আমীরুল ইসলাম কাগজী, সাধারণ সম্পাদক: কামরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক: ইলিয়াস খান ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ: কার্তিক চ্যাটার্জি, সদস্য: আমানুল্লাহ কবীর, খোন্দকার মনিরুল আলম, আজিজুল ইসলাম ভূঁইয়া, সাইফুল আলম, শ্যামল দত্ত, শামসুদ্দিন আহমেদ চারু, মোল্লা জালাল, সরদার ফরিদ আহমদ, হাসান আরেফীন, শামসুল হক দুররানী, অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রধান কার্যালয়ে দায়িত্বরত মহাব্যবস্থাপক, একই ব্যাংকের জাতীয় প্রেসক্লাব শাখায় দায়িত্বরত সহকারী মহাব্যবস্থাপক, প্রাইম ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক ও আরব বাংলা ব্যাংকের কাকরাইল শাখার ব্যবস্থাপক।
‘জাতীয় প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা, ক্লাবের ব্যাংক একাউন্টে লেনদেনসহ সব ধরণের কার্যক্রম বন্ধে কেনো নিষেধাজ্ঞা জারি করা হবে না’ মর্মে বিবাদীগণকে নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত।