সিলেট : সিগন্যাল উপেক্ষা করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় গুলি করেছে পুলিশ। এতে বিকাশ চন্দ্র দাস শ্যামল নামে এক ব্যবসায়ী আহত হয়েছে। পুলিশের শর্টগানের গুলি বাইকের পিছনের সিটে বসা বিকাশের গালে ও হাতে লেগেছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর তালতলায় ছিনতাইকারী সন্দেহে পুলিশ গুলি ছোঁড়ে।
বিকাশ চন্দ্র দাস নগরীর যতরপুর নবপুষ্প ৯০ নম্বর বাসার বিনাথ বিহারীর ছেলে। আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানায়, ব্যবসায়ীক উদ্দেশ্যে ধোপাদিঘীর পাড়ের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে বের হন বিকাশ চন্দ্র দাস। মোটরসাইকেল চালাচ্ছিলেন তার পার্টনার নেপাউল ইসলাম। নগরীর তালতলা সুরমা মার্কেট পয়েন্টে কর্তব্যরত পুলিশ মোটর সাইকেল থামাতে সিগন্যাল দিলে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে পালাতে চেষ্টা করেন নেপাউল। তাদেরকে ধাওয়া করে তালতলা যাওয়ার পর শর্টগানের গুলি ছুঁড়েন এক পুলিশ কন্সটেবল। গুলির স্পিøন্টারে আহত হন মোটরসাইকেলের পিছনে বসা বিকাশ চন্দ্র শ্যামল।
লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্দেহভাজন মোটরসাইকেল চালক নেপাউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালী থানায় আটকে রাখা হয়েছে।
তিনি বলেন, পুলিশের সিগন্যাল না মেলে বেপরোয়াভাবে চালিয়ে যাওয়ায় সন্দেহজনক মনে হওয়ায় মোটরসাইকেল লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ। এ সময় গুলিতে আহত হন বিকাশ।