ঢাকা: বাংলাদেশ সফরে এসে পাকিস্তানকে নিয়ে বিরূপ মন্তব্যের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে জাতিসংঘে নালিশ জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এ বিষয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।
একই সঙ্গে মোদির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার সারতাজ আজিজ বলেন, পাকিস্তান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সবসময় ভালো সম্পর্ক রাখতে চায়। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে আমাদের ধর্মীয় সম্প্রীতির জোরালো বন্ধন রয়েছে। ভারত সে সম্পর্কের মধ্যে বিরোধের বীজ বুনতে চেষ্টা করছে।
প্রসঙ্গত, ঢাকা সফরের দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট আয়োজিত অনুষ্ঠানে নরেন্দ্র মোদি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে কথা বলেন। সে সময় মোদি পাকিস্তানের কড়া সমালোচনা করেন। হিন্দিতে দেয়া ভাষণে তিনি বলেন, পাকিস্তান সর্বক্ষণ ভারতকে বিরক্ত করছে, যন্ত্রণা সৃষ্টি করছে...। পাকিস্তান সন্ত্রাসকে মদদ দিচ্ছে...একের পর এক সন্ত্রাসী হামলা ঘটছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান