ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনি এখন অনেকটাই সুস্থ।
বুধবার বিকেলে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের নিম্ন আদালতে হাজিরা শেষে বেরিয়ে যাওয়ার পথে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।
সাংবাদিকরা তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সালাহ উদ্দিন বলেন, ‘আমি এখন অনেকটাই সুস্থ ও ভাল আছি।’ এ সময় স্ত্রী হাসিনা আহমেদও তার পাশে উপস্থিত ছিলেন।
মেঘালয় রাজ্যের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স (নেগ্রিমস) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে তিনি পাশের একটি কটেজে ওঠেছেন। এ মুহূর্তে তিনি জামিনে আছেন।
এদিকে শারীরিক অসুস্থতার কারণে গত ৫ জুন সালাহ উদ্দিনকে শর্ত সাপেক্ষে জামিন দেন বিচারক। তবে জামিন পেলেও তাকে সপ্তাহে একবার করে স্থানীয় খাসি হিল জেলার পুলিশ সুপারের অফিসে গিয়ে হাজিরা দিয়ে আসতে বলা হয়। একই সঙ্গে কোনো অবস্থাতেই তিনি শিলং ছাড়তে পারবেন না বলে আদালত জামিনের শর্ত আরোপ করেন।
উল্লেখ্য, গত ১১ মে শিলংয়ের রাস্তা থেকে গ্রেপ্তার হন এই বিএনপি নেতা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান